লাহোর, 28 অক্টোবর: অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা হয়েছে রবিবার ৷ একইসঙ্গে বাবর আজমের পরিবর্ত হিসেবে সাদা বলের ক্রিকেটে মহম্মদ রিজওয়ানকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ আর নয়া অধিনায়ক ঘোষণা হওয়ার পরদিনই কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হেড কোচ গ্য়ারি কার্স্টেন ৷ বোর্ডের সঙ্গে মতানৈক্যের জেরেই বিশ্বজয়ী কোচের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷
চলতি বছর এপ্রিলেই পাকিস্তানের সাদা বলের কোচ করে আনা হয় প্রাক্তন প্রোটিয়া ব্য়াটারকে ৷ দু'বছরের জন্য কার্স্টেনকে বাবর-রিজওয়ানদের হেড কোচের পদে বসানো হয় ৷ কিন্তু ছ'মাসেই দায়িত্ব ছাড়লেন তিনি ৷ সংবাদসংস্থা আইএএনএস সূত্রে খবর, গতকাল অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ে সফরের দলঘোষণা নিয়ে নয়া গঠিত নির্বাচক কমিটির সঙ্গে কার্স্টেনের মতানৈক্য চরমে পৌঁছয় ৷ তারই ফলশ্রুতিতে সোমবার পদত্যাগ করেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ ৷