ফতোরদা, 19 জানুয়ারি: মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্টের পর হার এফসি গোয়ার কাছেও ৷ হারের হ্যাটট্রিক পূর্ণ করে চলতি আইএসএলের প্রথম ছয়ে শেষ করার শেষ আশাটুকুও মাণ্ডবীর জলে ভাসিয়ে এল ইস্টবেঙ্গল ৷ গৌরদের কাছে মশালবাহিনী হারল 0-1 গোলে ৷ 13 মিনিটে ম্য়াচের একমাত্র গোলটি ব্রাইসন ফার্নান্ডেজের ৷ যাঁর জোড়া গোলে গোয়ার মাটিতে হারতে হয়েছিল সবুজ-মেরুনকে ৷ তবে আরও এক হতাশার দিনে লাল-হলুদের হয়ে উজ্জ্বল অভিষেক হল রিচার্ড সেলিসের ৷ শেষমেশ চোট পেয়ে মাঠ ছাড়লেন তিনিও ৷
গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোট-আঘাত, কার্ড সমস্যার দিনে রক্ষণের ভুল কোনও দলের কাজ কঠিন করে দেয়। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এদিন তার ব্যতিক্রম নয়। 13 মিনিটে লাল-হলুদের প্রাক্তনী বোরহা হেরেরার সেন্টার থেকে হেডে গোল ব্রাইসনের। হিজাজি মাহেরের পিছন থেকে অতর্কিতে উঠে এসে গোল করে যান তরুণ তুর্কি। গোলরক্ষক প্রভসুখন সিং গিল এবং হিজাজি মাহেরের ভুল বোঝাবুঝিতে এফসি গোয়ার বাজিমাত। বিরতির আগে আরও একটি শট পোস্টে লেগে প্রতিহত হয় গোয়ার। বাকি সময় বল দখলের পরিসংখ্যানে মানোলো দিয়াজের ছেলেরা এগিয়ে। তবে আক্রমণে ধার বেশি ছিল ইস্টবেঙ্গলেরই।