কলকাতা, 18 জানুয়ারি:ড্র, হার, হার। আইএসএলে গত তিন ম্যাচে পারফরম্যান্স গ্রাফ এমনই নিম্নমুখী ইস্টবেঙ্গলের ৷ যাতে সুপার সিক্সের স্বপ্ন বড়সড় ধাক্কা খেয়েছে। অঙ্কের বিচারে স্বপ্নপূরণের সম্ভাবনা রয়েছে। কিন্তু পরিস্থিতি তাতে রসদ জোগাচ্ছে না। ফলে রবিবার মাণ্ডবী নদীতীরে এফসি গোয়া ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ।
গত 48 ঘণ্টা ধরে গোয়ার মাটিতে পড়ে থেকে অস্কার তাঁর চোট-আঘাতে জর্জরিত দলকে মোটামুটি দাঁড় করানোর চেষ্টা করছেন। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, "দলটা পুরো হাসপাতাল হয়ে গিয়েছে।" কোনও সন্দেহ নেই কার্লেস কুয়াদ্রাত পরবর্তী সময়ে কঠোর পরিশ্রমে দলকে দাঁড় করিয়েছেন অস্কার ব্রুজো। কিন্তু প্রয়োজনীয় সময়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোট পুরো দলের কাঠামো নাড়িয়ে দিয়েছে। তবুও লড়াই করে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন ব্রুজোঁ।
প্রাক-ম্য়াচ সাংবাদিক সম্মেলনে প্রভসুখন গিলকে পাশে নিয়ে লাল হলুদ কোচ বলছেন, "আমরা এখন 14 পয়েন্টে আছি ৷ সুপার সিক্সে যেতে গেলে আমাদের কমপক্ষে 24 পয়েন্ট দরকার। তার জন্য আমাদের পরপর তিন ম্যাচে জিততে হবে ৷ যেটা এর আগে আইএসএলে ইস্টবেঙ্গল করে দেখায়নি। নিজেদের ধারাবাহিকতা রাখতে হবে। ক্লাবের প্রধান লক্ষ্য প্রথম দু'টি বা তিনটি দলের মধ্যে থাকা। তার জন্য আমাদের আগে প্রথম ছয়ে উঠতে হবে।" আনোয়ার আলির মাঠে ফিরতে অন্তত দশদিন। সল ক্রেসপো সম্ভবত কেরালা ম্য়াচে ফিরবেন। প্রভাত লাকরা, মহম্মদ রাকিপ চোটে কাবু। সৌভিক চক্রবর্তী কার্ড সমস্যায় বাইরে। এই অবস্থায় নন্দকুমারকে রাইট ব্যাক খেলিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।