কলকাতা, 7 এপ্রিল: ইস্টবেঙ্গলের এখন একটাই মন্ত্র, বেঙ্গালুরু 'বধ'! কথাটার মধ্যে মধুর প্রতিশোধের গন্ধ থাকলেও ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত তা মানতে রাজি নন। বরং বলছেন, চলতি মরশুমে হয়তো শেষবার তারা ঘরের মাঠে খেলতে নামছেন । গত তিন বছরের তুলনায় এই বছর সাফল্যের গ্রাফ খানিক ওপরের দিকে। দু'টো টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। তারমধ্যে একটিতে চ্যাম্পিয়ন হয়েছেন। তবে ডুরান্ড কাপ এবং সুপার কাপে টানা ম্যাচ জিতলেও আইএসএলে পরপর দু'টো ম্যাচ জিততে পারেনি দল। রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই লক্ষ্যটাই পূরণ করতে চান তিনি এবং তাঁর দল ৷
আইএসএলের প্রথম ছয়ে পৌঁছনোর লড়াইয়ে টিকে থাকার প্রথম ধাপটা ইতিমধ্যেই কেরলে জিতে এসেছে ইস্টবেঙ্গল। পকেটে 21 পয়েন্ট। এবারে দ্বিতীয় ধাপে তাদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। যারা ঠিক একধাপ ওপরে রয়েছে ইস্টবেঙ্গলের। রবিবার কলকাতায় নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদ ব্রিগেড। আর এই ম্যাচেও জয় ছাড়া আর কিছু ভাবছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ । বলছেন, "আমরা দু'টো দলই প্লে-অফের জন্য লড়াই করছি। আমাদের কাছে এই ম্যাচটা ফাইনালের মতো। আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে। কঠিন ম্যাচ হলেও আমাদের লক্ষ্য স্থির রেখে খেলতে হবে।"