কলকাতা, 20 নভেম্বর: ফেডারেশনের কাছে রেফারিং নিয়ে অভিযোগ জানিয়ে শহরে ফিরল ইস্টবেঙ্গল । তবে হায়দরাবাদে সেই বৈঠকে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ছিলেন না । সচিব-সহ অন্যান্য পদাধিকারীদের কাছে আইএসএলের খারাপ রেফারিং নিয়ে নিজেদের অভিযোগ জানালেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ।
ত্রুটিমুক্ত রেফারিংয়ের জন্য ভার প্রযুক্তি প্রয়োগের দাবি তুলেছিল লাল-হলুদ। বৈঠকে সেই দাবি তোলার পাশাপাশি বিকল্প পথেরও সন্ধান দিয়েছে তারা । সেক্ষেত্রে বিদেশি রেফারিদের দিয়ে ম্যাচ পরিচালনার কথাও বলেছেন বলে জানিয়েছেন লাল-হলুদ শীর্ষ কর্তা । তাঁর দাবি, ইস্টবেঙ্গলের অভিযোগ যুক্তিসঙ্গত বলে মেনেছে ফেডারেশন ।
চলতি আইএসএলে রেফারিং নিয়ে নিয়মিত অভিযোগ উঠছে বলে জানিয়েছেন ফেডারেশন কর্তারা । তাঁদের সঙ্গে কথা বলে ইস্টবেঙ্গলের বৈঠকটি ইতিবাচক বলে মনে হয়েছে । ফেডারেশনের পদাধিকারীরা ইস্টবেঙ্গল কর্তাদের ভার প্রযুক্তি ব্যবহার চালু করার ফেডারেশন আন্তরিক বলে জানিয়েছেন । এই মর্মে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে । তবে একই সঙ্গে ফেডারেশনের তরফে বলা হয়েছে, ভার প্রযুক্তির প্রয়োগ সময় ও ব্যয় সাপেক্ষ । কারণ ভার প্রযুক্তি চালু করার জন্য রেফারিদের প্রশিক্ষণ জরুরি । যা সময় সাপেক্ষ । বিদেশি রেফারি নিয়ে এসে ম্যাচ পরিচালনায় আশু সমস্যা মিটলেও তা দীর্ঘমেয়াদী উপশম নয় বলে ফেডারেশন অরাজি ।