কলকাতা, 8 ডিসেম্বর: হ্যামস্ট্রিংয়ে চোট । দু’সপ্তাহের জন্য ছিটকে গেলেন সাউল ক্রেসপো । মাঝমাঠের গুরুত্বপূর্ণ বিদেশির ছিটকে যাওয়া বড় ধাক্কা । 12 ডিসেম্বর ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল । জোড়া জয়ে ইতিমধ্যে লাস্ট বয়ের স্থান ছেড়ে এগারো নম্বরে দল । পুরো দলই নিজেদের বদলে ফেলার মেজাজে রয়েছে । যে সুযোগ পাচ্ছেন নিজেকে নিংড়ে দিচ্ছেন ।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আইএসএলে শেষ তিনটি ম্যাচে লাল-হলুদ রক্ষণ অক্ষত । ওড়িশা এফসি ম্যাচ তাই সেই মরিয়া লড়াইয়ের গুরুত্বপূর্ণ ধাপ বলে মানছেন কোচ অস্কার ব্রুঁজো । এর মধ্যে সাউল ক্রেসপোর হ্যামস্ট্রিংয়ের চোট বড় ধাক্কা । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, ‘‘স্প্যানিশ মিডফিল্ডারের না-থাকা বড় ধাক্কা । তবে যারা আছেন, তাঁদের অভাব পূরণ করতে হবে । পরপর জয় আনন্দের ৷ তবে খেলায় গতি বাড়াতে হবে । আশা করা যায় এই বিষয়টিতে কোচ নজর দেবেন । দু’টো জয়েই খুশি হওয়ার জায়গা নেই ।’’
এরই মধ্যে সাউল ক্রেসপোর চোট বড় ধাক্কা মানছে লাল-হলুদ শিবির । কোচ অস্কার ব্রুঁজো বলছেন, “সাউলের হ্যামস্ট্রিংয়ে সমস্যা । সোমবার পরীক্ষার পর জানা যাবে, ওকে কতদিন পাওয়া যাবে না । মনে হয় অন্তত সপ্তাহ দু’য়েক ওকে মাঠের বাইরে থাকতে হবে ।” চেন্নাইয়ের মাটিতে চেন্নাইয়িনকে হারানো সবসময়ই বড় পরীক্ষা । তবে দলগত প্রচেষ্টা গড়ে উঠছে দেখে কিছুটা খুশি । চেন্নাইয়িনের বিরুদ্ধে জয়ের ব্যবধান বড় হতে পারত বলে মনে করেন ।