কলকাতা, 26 ফেব্রুয়ারি: নন্দকুমারের শট বিকাশের পায়ে লেগে জালে জড়াতেই গ্যালারিতে ড্রাম বাজানো শুরু করলেন লাল হলুদ সমর্থকরা । আইএসএলের প্রথম ছয়ে প্রবেশের আশা অঙ্কে এখনও টিকে রয়েছে । চেন্নাইয়িন এফসিকে 1-0 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল এখন ফের আটে । 18 পয়েন্ট নিয়ে প্রথম ছয়ের বৃত্তে ঢুকতে জয়ের অভ্যাস গড়ে তুলতে হবে ।
সুপার কাপ জয়ের পর ইস্টবেঙ্গল এখন ধারাবাহিকতার অভাবে ভুগছে । কয়েক সপ্তাহ আগেও কার্লেস কুয়াদ্রাতের দলের খেলায় যে দাপট আগ্রাসন দেখা যেত এখন তা নিয়ভিতভাবে দেখা যায় না । চোট আঘাত ফুটবলার পরিবর্তনের ধাক্কা সরিয়ে গড়ে তোলার কাজটা সবসময় কঠিন । সময়সাপেক্ষ । চেন্নাইয়িনের বিরুদ্ধে আইএসএলে প্রথমবার জয় পেল ইস্টবেঙ্গল । প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলা দেখে মনে হয়নি পুরো পয়েন্ট নিয়ে কুয়াদ্রাত মাঠ ছাড়তে পারবেন । নন্দকুমার এবং ফেলিসিও ব্রাউনের সুযোগ নষ্ট ছাড়া পুরোটাই চেন্নাইয়িনের দখলে ।
বিরতিতে কুয়াদ্রাত তিন বদল করলেন । আলেকজান্ডার পন্টিচ আসেন রাকিপের বদলে । নিশু কুমারের বদলে মন্দার রাও এবং ব্রাউনের বদলে পিভি বিষ্ণু নামতেই জ্বলল মশাল । বিশেষ করে পিভি বিষ্ণু খেলার মোড় ঘোরালেন । কলকাতা লিগের দল থেকে যে ক'জন ফুটবলারকে সিনিয়র দলে কুয়াদ্রাত নিয়েছেন তাদের মধ্যে পিভি বিষ্ণু উজ্জ্বলতম । স্বল্প সুযোগে তরুণ উইংগার চেন্নাইয়িন রক্ষণকে বারবার অস্বস্তিতে ফেললেন ।
প্রথমার্ধে যে ইস্টবেঙ্গলকে নিষ্প্রভ দেখাচ্ছিল তারাই অনেক আক্রমণাত্মক । যার সামনে চেন্নাইয়িন কাঁপতে থাকে । 65 মিনিটে ভাসকুয়েজের সেন্টার থেকে নন্দকুমারের গোল সেই ক্রমাগত আক্রমণের ফসল । তারপরেও আরও একটি গোল করার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল । কিন্তু গোল করতে ব্যর্থ ক্লেটন সিলভা । ব্রাজিলিয়ান স্ট্রাইকার বারবার নিচে নেমে আসছিলেন । ফলে ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজটা কমে গিয়েছিল । তবুও লাল হলুদ সমর্থকরা আশায় বুক বেঁধে বাড়ি ফিরলেন । কারণ নন্দ গোলে ছয়ের আশা বেঁচে রইল । বৃহস্পতিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল । ওই ম্যাচে কার্ড সমস্যায় থাকবেন না হিজাজি মাহের । জয়ের অভ্যাস বজায় রাখার চেষ্টার সঙ্গে কুয়াদ্রাতকে ফের চিন্তায় পড়তে হবে । শুধু হিজাজি মাহের নন, পরপর দুটো ম্যাচে হলুদ কার্ড দেখায় ওড়িশা ম্যাচে ডাগ আউটে থাকবেন না কোচ কুয়াদ্রাত নিজেও । জোড়া ধাক্কা সামলে কলিঙ্গ জয়ের লক্ষ্যে নামতে হবে ইস্টবেঙ্গলকে ।
আরও পড়ুন :
- ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে ফের বিস্ফোরক কুয়াদ্রাত
- কলিঙ্গ জয়ের সঙ্গে শীর্ষে ওঠার কাজটা সারতে চান হাবাস
- নিংড়ে দেওয়ার আশ্বাস পন্টিচের, প্রতিটি ম্যাচ ফাইনাল ধরে এগোতে চান কুয়াদ্রাত