কলকাতা, 26 জানুয়ারি: সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে কি লেখা হচ্ছে বা বলা হচ্ছে, তা নিয়ে তিনি মোটেই চিন্তিত নন । তিনি শুধু নিজের কাজটা দলের জন্য করে যেতে চান । কথাগুলো বলেছেন দিমিত্রি পেত্রাতোস । মোহনবাগান সুপার জায়ান্টের স্প্যানিশ স্ট্রাইকার চলতি আইএসএলে ছন্দে নেই । স্কোরিং বুটটা হঠাৎ করেই যেন হারিয়ে ফেলেছেন । খেলা তৈরির ভূমিকাতেও তিনি পরিচিত ছন্দে নেই । সমর্থকদের প্রিয় দিমি যেন বিবর্ণ ।
সমর্থকরা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছেন । বেঙ্গালুরু এফসি ম্যাচে নিজের ছন্দ পাওয়ার ব্যাপারে মরিয়া পেত্রাতোস বলছেন, দলের প্রয়োজনে কোচের যেকোনও নির্দেশ মানতে তৈরি । তাই পরিবর্ত হিসেবে নামতে হওয়ায় কোনও আক্ষেপ নেই । কারণ ফুটবল দলগত খেলা, ব্যক্তিগত নৈপূন্য নির্ভর নয় । তাছাড়া দল যখন শীর্ষে রয়েছে, তখন যার কৃতিত্বেই জয় আসুক না কেন, তাতেই খুশি থাকেন ।