বুদাপেস্ট, 23 সেপ্টেম্বর: হাঙ্গেরির রাজধানীতে ভারতীয় দাবার ইতিহাস ৷ বুদাপেস্টে 45তম দাবা অলিম্পিয়াডে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতে (ওপেন ক্যাটেগরি) নজির গড়েছেন ডি গুকেশ-দিব্যা দেশমুখরা ৷ আর ঐতিহাসিক কীর্তি সেলিব্রেশেন রবিবার রোহিত শর্মার শরণাপন্ন হলেন ডি গুকেশ এবং তানিয়া সচদেব ৷ কয়েকমাস আগে বার্বাডোজে বিশ্বজয়ের পর যে কায়দায় ট্রফি তুলতে গিয়েছিলেন 'হিটম্যান', ঠিক সেই কায়দাতেই ট্রফি তুলতে এদিন পোডিয়ামে পৌঁছন ঐতিহাসিক কীর্তির দুই কারিগর ৷
2007 পর চলতি বছর রোহিত শর্মার নেতৃত্বে কুড়ি-বিশের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল ৷ 29 জুন বার্বাডোজে ফাইনাল জয়ের পর ভারত অধিনায়ক রোহিত শর্মার 'স্টপওয়াক' সেলিব্রেশন নজর কেড়েছিল ক্রিকেটবিশ্বে ৷ অনেকটা একই ধাঁচে 2022 বিশ্বজয় সেলিব্রেট করেছিলেন লিওনেল মেসিও ৷ সেই একই সেলিব্রেশন এদিন চোখে পড়ল দাবা অলিম্পিয়াডের আসরে ৷ স্টপওয়াক করেই এদিন ট্রফি পোডিয়ামে পৌঁছন গুকেশ ও তানিয়া ৷ সেইসময় তেরঙা নিয়ে পোডিয়ামে অপেক্ষা করছিলেন দলের অন্যান্যরা ৷