নয়াদুিল্লি, 7 সেপ্টেম্বর: সীমান্তে হানাহানি এবং কথাবার্তা একইসঙ্গে চলতে পারে না ৷ পাকিস্তানের সঙ্গে কোনওভাবেই কথা বলার মত পরিস্থিতিতে নেই ভারত ৷ নির্বাচনী আবহে শুক্রবার উপত্যকায় হুঁশিয়ারির সুরে এমনই মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আর স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের পরই দু'য়ে দু'য়ে চার করছেন ক্রিকেট অনুরাগীরা ৷ তারা মনে করছেন, জম্মু-কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে অমিত শাহের মন্তব্য পরোক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মার দলের পাকিস্তানে যাওয়ার জল্পনায় জল ঢালল ৷
ভারতীয় দল আগামী বছর পাকিস্তানে আইসিসি ইভেন্ট খেলতে ওয়াঘার ওপারে যাবে কি না, তা নিয়ে নানা মুনির নানা মত ৷ জয় শাহ আইসিসি'র চেয়ারম্য়ান হওয়ায় সেই জল্পনা আরও তীব্র হয়েছে ৷ কিন্তু নয়া আইসিসি চেয়ারম্য়ানের বাবা অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার যা বললেন, তাতে হাইব্রিড মডেল ছাড়া 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ কার্যত অসম্ভব ৷
বিজেপি'র ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে গিয়ে শুক্রবার পাকিস্তানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সংবাদমাদ্যমকে শাহ বলেন, "বোমা এবং কথাবার্তা একসঙ্গে চলতে পারে না ৷ সীমান্তে সন্ত্রাস বন্ধ না-হওয়া পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে কোনওরকম আলোচনার পরিস্থিতিতে নেই ৷ তবে কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে আমরা নিশ্চয় কথা বলব ৷" শুক্রবার শাহী-মন্তব্য়ের পর পাকিস্তানে ভারতের খেলতে যাওয়ার বিষয়টি একপ্রকার স্পষ্ট হল বলেও মনে করা হচ্ছে ৷
আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৷ শেষমেশ কেন্দ্রের সবুজ সংকেত না-পেলে রোহিত-বিরাটরা কোনওভাবেই সেখানে খেলতে যেতে পারবেন না ৷ সেক্ষেত্রে হাইব্রিড মডেল একটা বিকল্প হতে পারে ৷ 2023 এশিয়া কাপও ভারতের কারণে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল ৷ ভারতীয় দল তাদের ম্যাচগুলি খেলেছিল শ্রীলঙ্কায় ৷ চ্যাম্পিয়ন্স ট্রফিও কি একই পথে অনুষ্ঠিত হতে চলেছে? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা ৷