বার্সেলোনা, 4 ফেব্রুয়ারি: দানি আলভেজের বিরুদ্ধে যৌন নির্যাতন মামলার শুনানি শুরু হবে সোমবার থেকে ৷ 2022 সালের 30 ডিসেম্বর বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক যুবতীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ যে মামলায় গত এক বছর ধরে জেলে রয়েছেন তিনি ৷ তবে, প্রাক্তন বার্সেলোনা ফুটবলার আলভেজ দাবি করেছেন, তিনি কোনও অন্যায় করেননি ৷ সোমবার থেকে বুধবার পর্যন্ত এই মামলার শুনানি চলবে স্প্যানিশ কোর্টহাউসে ৷
দানি আলভেজ দোষী সাব্যস্ত হলে কমপক্ষে 9 বছরের কারাদণ্ডের দাবি করেছে সরকারি আইনজীবী ৷ অন্যদিকে, অভিযোগকারিনীর আইনজীবীর দাবি কমপক্ষে 12 বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হোক ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে ৷ উল্লেখ্য, স্পেনের 2022 যৌন সম্মতি আইনে যৌন নিপীড়নের অপরাধের মধ্যে ভার্চুয়ালি কোনও মহিলার সঙ্গে খারাপ আচরণ, সরাসরি যৌন নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনাগুলি সামিল করা হয়েছে ৷ যেখানে বিভিন্ন স্তরের অপরাধের ক্ষেত্রে একেক রকম সাজার কথা বলা হয়েছে ৷ আর ধর্ষণের মতো ঘটনায় 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে দোষীর ৷
40 বছরের আলভেজকে 2023 সালের 20 জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল ৷ পুলিশ তাঁকে স্পেনে তলব করে নোটিশ ইস্যু করেছিল ৷ স্পেনে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের মুখোমুখি হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ সেই সময় পুলিশের তদন্ত, অভিযোগকারীর বয়ান, সাক্ষী ও আলভেজের বক্তব্য শোনার পর আদালত তখন আলভেজকে জেলে বন্দি করার নির্দেশ দেয় ৷ উল্লেখ্য, গতবছর অগস্টে দানি আলভেজকে জেলবন্দি করার নির্দেশ দেওয়া হয় ৷