পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মহীতোষের সেরা গোলের দিনেও বেঙ্গালুরুর অনায়াস জয়, হার মহমেডানের - Durand Cup 2024 - DURAND CUP 2024

Bengaluru FC VS Mohammedan SC: তিন গোলে পিছিয়ে পড়া অবস্থায় দশ জনে খেলে মহমেডান স্পোর্টিং যে মরিয়া ফুটবল উপহার দিল তা পুরো ম্যাচে দিতে পারলে ম্যাচের স্কোর কার্ড অন্যরকম হত । বেঙ্গালুরু এফসির কাছে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায়ের মুখে সাদাকালো শিবির ।

Bengaluru FC VS Mohammedan SC
মহমেডানকে হারিয়ে বেঙ্গালুরুর অনায়াস জয় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 10:48 PM IST

কলকাতা, 6 অগস্ট: শেষ পনেরো মিনিটের নাটকে জমজমাট বেঙ্গালুরু এফসি বনাম মহমেডান স্পোর্টিং ম্যাচ । স্কোরবোর্ড বলছে সুনীল ছেত্রীরা 3-2 গোলে জিতে পরের পর্বে যাওয়ার রাস্তা পাকা করে ফেলল । কিন্তু স্কোরবোর্ড পুরো ম্যাচের ছবি তুলে ধরে না । আলেকজান্ডার ইয়াভেনোভিচ, পেরেরা দিয়াজ, ইসরায়েল দেওয়ানের গোলে জয় বেঙ্গালুরু এফসির । ইসরায়েল দেওয়ান এবং মহীতোষ রায় মহমেডান স্পোর্টিংয়ের হয়ে ব্যবধান কমান । ডুরান্ড কাপের এখনও অনেকটা বাকি । তা সত্ত্বেও বলতে দ্বিধা নেই টুর্নামেন্টের সেরা গোলটা বোধহয় মহীতোষ রায় করে গেলেন ।

শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে প্রায় 30 গজ দূর থেকে দূরপাল্লার শটে মহমেডান স্পোর্টিংয়ের দ্বিতীয় গোল মহীতোষের । যা আমরা বিদেশি ফুটবলে দেখতে অভ্যস্ত । তিন গোলে পিছিয়ে পড়া অবস্থা থেকে 2 গোল কমানোতে পুরো নব্বই মিনিটের নাটক শেষ নয় । 89 মিনিটে বক্সের বাইরে এসে পেরেরা দিয়াজকে ফাউল করার অপরাধে রেফারি লাল কার্ড দেখান মহমেডান স্পোর্টিং গোলরকক্ষক শুভজিৎ ভট্টাচার্যকে । এদিকে তখন মহমেডান স্পোর্টিং কোচ পাঁচ বদল করে ফেলেছে । ফলে গোলরক্ষকের ধরাচুড়ো পড়ে গোলরক্ষায় দাঁড়াতে বাধ্য হলেন ডিফেন্ডার দীপু হালদার । অনভ্যস্ত ভূমিকায় নেমে সুনীল ছেত্রীর ফ্রিকিক এবং বেঙ্গালুরু এফসির অন্তত দুটো গোলমুখী আক্রমণ বাঁচিয়ে নির্ভরতা দিলেন দীপু হালদার ।

তিন গোলে পিছিয়ে পড়া অবস্থায় দশ জনে পিছিয়ে পড়ে মহমেডান স্পোর্টিং যে মরিয়া ফুটবল উপহার দিল তা পুরো ম্যাচে দিতে পারলে ম্যাচের স্কোর কার্ড অন্যরকম হত । ডুরান্ড কাপে সুনীল ছেত্রীর সম্ভবত শেষ মরসুম । চল্লিশে চালশে নয়, সুনীলের খেলায় এখন অভিজ্ঞতার ছাপ । কতটুকু খরচ করে দলের আক্রমণকে শানিত করা যাবে তা জানেন । আর জানেন বলেই পেরেরা দিয়াজকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষ রক্ষণকে অস্বস্তিতে রেখে দিলেন । পেরেরা দিয়াজ এবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই অনবদ্য । মঙ্গলবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে গোল করলেন এবং গোল করিয়ে ম্যাচের নায়ক ।

প্রথমার্ধে আলেকজান্ডার ইয়াভেনোভিচ গোল করে বেঙ্গালুরু এফসিকে এগিয়ে দেন । বিরতির পরে দুটো গোল পেরেরা দিয়াজ, বিধীথের । এই সময় মনে হয়েছিল গোল সংখ্যা আরও বাড়বে । কিন্তু ম্যাচের শেষবেলায় ইসরায়েল দেওয়ান এবং মহীতোষ ব্যবধান কমিয়ে নাটক জমিয়ে দিয়েছিল । কিন্তু দশজনে তিন গোলের ব্যবধান কমিয়ে অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার ক্ষমতা এই মহমেডান স্পোর্টিংয়ের নেই । তাই ডুরান্ড কাপ থেকে বিদায়ের মুখে সাদাকালো শিবির । পরপর দুই জয়ে পরের পর্বে যাওয়ার রাস্তা প্রায় নিশ্চিত করে ফেলল সুনীল ছেত্রীরা ।

ABOUT THE AUTHOR

...view details