পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অসম 'বধ' করে রঞ্জিতে বাংলার জয়ের সূর্যোদয়, অনুষ্টুপের প্রশংসায় মহারাজ - অনুষ্টুপ

Ranji Trophy 2024: রিয়ান পরাগের দলকে এক ইনিংস এবং 162 রানের ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল বাংলা। এই ম্যাচ থেকে 7 পয়েন্ট পেল মনোজের দল। বাংলার সাফল্যে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়।

অসমকে 'বধ' করে বাংলার জয়ের সূর্যোদয়
Ranji Trophy 2024

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 2:45 PM IST

Updated : Jan 28, 2024, 3:19 PM IST

অনুষ্টুপের প্রশংসায় মহারাজ

গুয়াহাটি, 28 জানুয়ারি: রঞ্জি ট্রফির চতুর্থ ম্যাচে এসে জয়ের মুখ দেখল বাংলা। বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রতিপক্ষ অসমকে এক ইনিংস এবং 162 রানে হারিয়ে শুধু জয় পেল না বোনাস পয়েন্ট নিয়ে মোট সাত পয়েন্ট ঘরে তুলল। যা মনোজ তিওয়ারিদের নক আউটের আশা ভালোভাবে জাগিয়ে তুলল। অনুষ্টুপ মজুমদার (125) এবং অধিনায়ক মনোজ তিওয়ারির (100) সেঞ্চুরির সৌজন্যে বাংলা 405 রান তোলে। জোড়া সেঞ্চুরির আলোয় করণলাল (52) এবং সুরজ সিং জয়সওয়ালের (52) একইরকম উজ্বল। অষ্টম উইকেটের জুটিতে 74 রানে বাংলাকে চারশোরও বেশি রানে পৌঁছে দিয়েছিল ৷ বাংলার এই সাফল্যে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়।

প্রতিপক্ষের এই রান তাড়া করতে নেমে অসম প্রথম থেকেই বেকায়দায়। 99 রানে আট উইকেট হারিয়ে ধুকছিল। ডেনিস দাস (50) এবং সাহিল জৈনের হাফ সেঞ্চুরি ছাড়া অসমের ইনিংসে বলার মতো রান নেই। ব্যাটিংয়ের পরে বাংলার বোলাররা দুই ইনিংসে দাপট দেখালেন। বিশেষ করে সুরজ সিং জয়সওয়াল অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্স বাংলার বোনাস পয়েন্ট-সহ জয়ে বড় ভূমিকা নিল। অসমের প্রথম ইনিংস 103 রানে শেষ হয়ে যায়। ফলো অন খেয়ে ব্যাট করতে নেমে ফের বিপর্যয় অসমের ব্যাটিং লাইন-আপে।

140 রানে ধস নামে হোম টিমের দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে 25 রানে তিন উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে সুরজ সিং জয়সওয়ালের ঝুলিতে 43 রানে 5 উইকেট। অধিনায়ক মনোজ তিওয়ারি বলেছেন, এই জয় সম্মিলিত প্রয়াসের ফসল। শেষ তিনটি ম্যাচে আবহাওয়া প্রতিবন্ধক না-হলে পয়েন্ট টেবিলে বাংলা আরও ওপরে থাকত। এখন প্রতিটি ম্যাচ নক আউট ম্যাচ ধরে এগনোর পরিকল্পনা রয়েছে। 2 ফেব্রুয়ারি থেকে কলকাতায় মুম্বইয়ের বিরুদ্ধে খেলা। শূন্য হাতে ফেরা চলবে না। প্রতিটি ছেলেই পরিস্থিতি বুঝে নিংড়ে দেওয়াতেই জয় এসেছে বলে মনে করেন মনোজ তিওয়ারি।

বাংলার সাফল্যে সৌরভ গঙ্গোপাধ্যায় অনুষ্টুপ মজুমদারকে ওল্ড ওয়াইনের সঙ্গে তুলনা করেছেন। বাংলার প্রথম ব্যাটসম্যান হিসেবে মনোজ তিওয়ারির কৃতিত্বেরও প্রশংসা তাঁর মুখে। অভিষেক পোড়েলের মধ্যে ভবিষ্যতের মশলা খুঁজে পেয়েছেন মহারাজ। একইসঙ্গে বাংলার বোলারদের ওপর আস্থাশীল তিনি। আবহাত্তয়া বাধা হওয়ায় গত তিনটে ম্যাচে সাফল্য আসেনি বলে জানিয়েছেন। তাই এই জয়কে স্বাগত জানাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। একইসঙ্গে বাংলাকে ভালো দল বলে মনে করেন তিনি।

আরও পড়ুন:

  1. দ্বিশতরানের মুখ থেকে ফিরলেন পোপ, নিজামের শহরে প্রথম টেস্টে ভারতের লক্ষ্যমাত্রা 231
  2. দেড়বছর পর রঞ্জিতে সেঞ্চুরি মনোজের, অসমের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা
  3. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
Last Updated : Jan 28, 2024, 3:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details