পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাকি তিনটি টেস্টেও 'বিরাটহীন' দল, স্কোয়াডে বাংলার আকাশ দীপ - India vs England 3rd Test

India's Squad vs England: শনিবার সকালে বিসিসিআইয়ের তরফে এক্সে ভারতীয় দলের তালিকা দেওয়া হয়েছে ৷ তাতে নেই বিরাট কোহলি ৷ তিনি যে ব্যক্তিগত কারণে নেই তা তিনি আগেই বোর্ডকে জানিয়েছিলেন ৷ তাঁর সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে বোর্ড ৷ তবে এদিনের স্কোয়াডে বাংলার দুই পেসার সুযোগ পেয়েছেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 10:52 AM IST

Updated : Feb 10, 2024, 12:47 PM IST

রাজকোট, 10 ফেব্রুয়ারি: ভারতে খেলতে এসেছে ইংল্যান্ড ৷ পাঁচটি টেস্ট ম্যাচ হওয়ার কথা ৷ ইতিমধ্যেই দু'টি টেস্ট হয়ে গিয়েছে ৷ তাতে ব্রিটিশ বাহিনী একটিতে ও ভারতও একটিতে জিতেছে ৷ আগামী 15 তারিখ থেকে তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে রাজকোটে ৷ আর তার আগে আগমী 3টি টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিসিআই ৷ শনিবার সকালে বিসিসিআইয়ের তরফে এক্সে দলের তালিকা দেওয়া হয়েছে ৷ তাতে নেই বিরাট কোহলি ৷ এদিনের স্কোয়াডে বাংলার দুই পেসার সুযোগ পেয়েছেন ৷

ব্যক্তিগত কারণে সিরিজের বাকি ম্যাচগুলোয় থাকবেন না বিরাট কোহলি। চেজ মাস্টার এই ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই জানিয়েছিলেন তিনি ব্যক্তিগত কারণে ম্যাচ খেলতে পারবেন না ৷ বিসিসিআই কোহলির এই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান সমর্থন করেছে, এমনটাই বলা হয়েছে বোর্ডের এক্স হ্যান্ডেলে ৷ বোর্ডের তরফ থেকে আরও জানানো হয়েছে, রবীন্দ্র জাডেজা এবং কেএল রাহুল যে চোটের কারণে বাইরে তাতে বিসিসিআই মেডিক্যাল টিম যদি ফিটনেস ক্লিয়ারেন্স দেয় তবেই তাঁরা খেলবেন ৷

এদিকে প্রথম দু'টি টেস্টের দলে বাংলার মুকেশকে দলে রেখেছিল ভারত। এবার সেই তালিকায় নাম জুড়ল আকাশ দীপের ৷ ইতিমধ্যেই শ্রেয়স আইয়ারের চোটের কারণে দলে নেই ব্যাটার ৷ শেষ তিন টেস্টের দলে তাই রাখা হয়নি শ্রেয়স আইয়ারকে। তাঁর পিঠে চোট রয়েছে বলে জানা গিয়েছে।এছাড়াও হায়দরাবাদের প্রথম টেস্টে চোট পান অলরাউন্ডার জাডেজা ও টপ অর্ডারের ব্যাটার তথা উইকেটরক্ষক কেএল রাহুল ৷ তারপরই তাঁদের ভাইজ্যাগ টেস্টে দেখা যায়নি ৷ এবার আগামী 15 ফেব্রুয়ারি রাজকোটে তাঁদের দেখা যাবে কি না তা নির্ভর করছে বিসিসিআই মেডিক্যাল টিমের ছাড়পত্রের উপর ৷ উল্লেখ্য, চতুর্থ টেস্টটি আগামী 23 ফেব্রুয়ারি রাঁচিতে শুরু হবে। সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টটি আগামী 7 মার্চ ধরমশালায় অনুষ্ঠিত হবে।

  • ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ

আরও পড়ুন:

  1. অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 'গোল্ডেন টিকিট' পেতে ভারতের দরকার 245
  2. পিঠ ও কুচকিতে টান শ্রেয়সের, সিরিজের বাকি ম্যাচে অনিশ্চিত ভারতীয় ব্যাটার
  3. ভাইজ্যাগে বদলা ! ইংরেজদের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া
Last Updated : Feb 10, 2024, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details