কলকাতা, 15 ফেব্রুয়ারি: সুপার কাপ জয়ের পরে সমস্যার আবর্তে ইস্টবেঙ্গল। আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকেই সমস্যাগুলো যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জর্ডন এলসে ডুরান্ড কাপ ফাইনালে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। সেই স্মৃতি উসকেই আইএসএলের দ্বিতীয় পর্বের শুরুতেই ছিটকে গেলেন আরও এক ডিফেন্ডার আন্তোনিও পার্দো। চলতি মরশুমে তাঁর ফিরে আসার আর সম্ভাবনা নেই। ফলত ইস্টবেঙ্গল জার্সিতে ছোট্ট স্পেল শেষ হল স্প্যানিশ ফুটবলারের। পরিবর্তে লাল-হলুদে এলে নয়া সার্বিয়ান ডিফেন্ডার আলেকাজান্ডার প্যান্টিচ ৷
বৃহস্পতিবার সরকারিভাবে স্প্যানিশ মিডফিল্ডারকে ছেড়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নয়া ডিফেন্ডারের নামও সরকারিভাবে জানিয়ে দেওয়া হল ৷ প্রাথমিকভাবে নর্থ-ইস্ট ম্যাচে পাওয়া পার্দোর চোট খুব একটা গুরুতর বলে মনে হয়নি। পরবর্তীতে রিপোর্ট সামনে আসতেই সমস্যা যে গভীর, তা বোঝা যায়। চলতি আইএসএলে আরও ন'টি ম্যাচ বাকি। এই অবস্থায় পার্দোকে পাওয়া যাবে না বুঝতে পেরেই রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত। কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়েছেন, পার্দো চ্যাম্পিয়ন ফুটবলার। সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। কিন্তু নর্থ-ইস্ট ইউনাইটেড ম্যাচে চোট তাঁকে বাকি মরশুমের জন্য ছিটকে দিল।