পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইরানিতে শতরান দুরন্ত ঈশ্বরণের, জোরালো হল জাতীয় দলে প্রবেশের দাবি - IRANI CUP - IRANI CUP

EASWARAN HITS CENTURY: মরশুমের শুরুতেই শতরানের হ্যাটট্রিক ৷ অস্ট্রেলিয়া সফরের আগে নির্বাচকদের ফের নজর কাড়লেন অভিমন্যু ঈশ্বরণ ৷ ইরানি কাপে বৃহস্পতিবার শতরান বঙ্গ ক্রিকেটারের ৷

ABHIMANYU EASWARAN
অভিমন্যু ঈশ্বরণ (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Oct 3, 2024, 9:10 PM IST

লখনউ, 3 অক্টোবর: দ্বিতীয়দিন যদি হয়ে থাকে সরফরাজ খানের, তবে ইরানি কাপের তৃতীয়দিনটা অবশ্যই অভিমন্যু ঈশ্বরণের ৷ বঙ্গ ক্রিকেটারের পাল্টা মারে লখনউয়ে বৃহস্পতিবার লড়াইয়ে ফিরল অবশিষ্ট ভারত ৷ মুম্বইয়ের 537 রানের জবাবে দিনের শেষে 4 উইকেট হারিয়ে 289 রান রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্বাধীন দলের ৷ 151 রানে অপরাজিত ঈশ্বরণ ৷

9 উইকেটে 536 রান নিয়ে খেলা শুরু করা মুম্বই একানা স্টেডিয়ামে এদিন প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র এক রান যোগ করেই ৷ মুকেশ কুমার নেন 5 উইকেট ৷ দিনের বাকি সময়টা বাংলার প্রাক্তন অধিনায়কের দখলে ৷ মরশুমের শুরু থেকে দারুণ ফর্মে থাকা বছর ঊনত্রিশের ক্রিকেটার শুধু শতরানই করলেন না, বরং আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির আগে রিজার্ভ ওপেনার হিসেবে দলে ঢোকার দাবি জোরালো করলেন ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার একানায় চলতি মরশুমে শতরানের হ্যাটট্রিক পূর্ণ করলেন বঙ্গ ক্রিকেটার ৷

এর আগে দলীপ ট্রফিতে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন ঈশ্বরণ ৷ মরশুমের প্রথম টুর্নামেন্টে তাঁর নামের পাশে ছিল জোড়া শতরান ৷ এদিন একানায় মাত্র 117 বলে শতরান পূর্ণ করেন প্রাক্তন বাংলা অধিনায়ক ৷ দ্বিতীয় শেষ ওভারে দেড়শত রান পূর্ণ করে দিনের শেষে অপরাজিত থাকেন অবশিষ্ট ভারতের ওপেনার ৷ তবে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াডে যুক্ত হওয়ার দৌড়ে ঈশ্বরণের সঙ্গে থাকা তাঁর দুই সতীর্থ রুতুরাজ গায়কোয়াড় এবং সাই সুদর্শন ব্যর্থ এদিন ৷ অধিনায়ক রুতুরাজ ফেরেন 9 রানে ৷ সুদর্শন করেন 32 রান ৷ ঈশ্বরণের সঙ্গে দিনের শেষ 30 রানে অপরাজিত ধ্রুব জুরেল ৷

মুম্বইয়ের থেকে এখনও 248 রান পিছিয়ে অবশিষ্ট ভারত ৷ সে যাইহোক, মুমব্ইয়ের হয়ে সরফরাজ 222 রানে অপরাজিত থেকে শেষ করার পর একানায় এদিন আলো কাড়লেন বঙ্গ ক্রিকেটার ৷ এর আগে 2020-21 মরশুমে অস্ট্রেলিয়া সফরে এবং পরবর্তীতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দু'টি ক্ষেত্রে স্কোয়াডে ডাক পেলেও ভারতের জার্সিতে অভিষেক হয়নি 2018-19 মরশুমের সর্বাধিক রানস্কোরারের ৷

ABOUT THE AUTHOR

...view details