পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের, কমিশনকে চিঠি সাকেতের

Lok Sabha Elections 2024: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের আদর্শ আচরণবিধি ভেঙেছেন, এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখলে এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন ৷ তাঁর দাবি, নির্বাচনী প্রচারে বায়ুসেনার কপ্টার ব্যবহার করে নির্বাচনী বিধি ভেঙেছেন প্রধানমন্ত্রী ৷

Lok Sabha Elections 2024
Lok Sabha Elections 2024

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 6:26 PM IST

কলকাতা, 18 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাকেত গোখলে ৷ পরে তিনি বিষয়টি সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান ৷

সেই পোস্টে সাকেত অভিযোগ করেন, রবিবার অন্ধ্রপ্রদেশের পালনাডুরে চিলাকালুরিপেটে একটি নির্বাচনী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে পৌঁছানোর জন্য তিনি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করেছেন ৷ নির্বাচনী প্রচারে সরকারি সুযোগ নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এটা নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে ৷ তাই তিনি কমিশনের কাছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷

সোশাল মিডিয়ায় করা ওই পোস্টে সাকেত গোখলে আরও লিখেছেন, নির্বাচন কমিশন প্রচারে সরকারি সুবিধা নেওয়া আগেই নিষিদ্ধ করেছে ৷ প্রচারে সরকারি সুবিধা নেওয়ায় 1975 সালে কমিশন ইন্দিরা গান্ধিকে অযোগ্য বলে ঘোষণা করেছিল ৷ তাঁর আরও বক্তব্য, যদি বিজেপি মোদির জন্য বায়ুসেনার চপার ভাড়া করে থাকে, তাহলে সেটা প্রয়োজন হল, তা নির্বাচন কমিশনকে জানাতে হবে ৷

তাঁর আরও দাবি, ভিভিআইপিদের জন্য যে চপার ব্যবহার করা হয়, সেগুলোতেই সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করা আছে ৷ মুখ্যমন্ত্রী বা জেড প্লাস নিরাপত্তা পান এমন ব্যক্তিরা সেই সব চপার ব্যবহার ৷ প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম কেন হবে, কার্যত সেই প্রশ্নই তুলেছেন সাকেত ৷

পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ৷ লিখেছেন, ‘‘নির্বাচন ঘোষণার সময় কমিশন বলেছিল, আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’’ তাই তিনি দেখতে চান যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনও তদন্ত করে কি না, বা কোনও ব্যবস্থা নেয় কি না !

পরে এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের টিকিটে রাজ্যসভার ভোটে জিতে সাংসদ পদে শপথ নেওয়ার অপেক্ষায় থাকা সাগরিকা ঘোষ ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘আমার সতীর্থ সাকেত গোখলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার নিয়ে অভিযোগ জানিয়েছেন ৷ এটা কেন আদর্শ আচরণবিধি লঙ্ঘন নয় ? সরকারি কাজে যেহেতু ব্যবহার হচ্ছে না, তাহলে কি বিজেপি এই হেলিকপ্টার ভাড়া করেছে ? মনে রাখবেন ইন্দিরা গান্ধিকে এলাহাবাদ হাইকোর্ট প্রচারের জন্য একজন সরকারি কর্মচারীর পরিষেবা ব্যবহার করার জন্য অযোগ্য ঘোষণা করেছিল ।’’

আরও পড়ুন:

  1. আধার বাতিল নিয়ে সরব সাকেত গোখলে, চারটি বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা চাইলেন তৃণমূল সাংসদ
  2. ইন্ডিগোর বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে চিঠি সাকেতের
  3. নেত্রী আমার শক্তির উৎস, সংবিধান রক্ষায় লড়াই চালিয়ে যাব: সাকেত গোখলে

ABOUT THE AUTHOR

...view details