বর্ধমান, 3 মে: 'ভোট জিহাদ' ইস্যুতে 'ইন্ডিয়া' জোটকে ফের আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ নাম না-করে কংগ্রেস নেতা সলমন খুরশিদের ভাইঝি মারিয়া আলমের মন্তব্য প্রসঙ্গে মোদি বলেন, 'ইন্ডিয়া' জোটের বাকি দলগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গে তৃণমূল ও বামেরা 'ভোট জিহাদ'কে সমর্থন করছে ৷ আর তাই 'ভোট জিহাদে'র বিরুদ্ধে চুপ করে রয়েছে তৃণমূল ও বামেরা ৷ আর এর আসল উদ্দেশ্যে 'ইন্ডিয়া' জোটের তুষ্টিকরণের রাজনীতি ৷ এভাবেই বর্ধমানের প্রচার সভাব থেকে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী ৷
উল্লেখ্য, 'ভোট জেহাদ' নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন সমাজবাদী পার্টির নেত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদের ভাইঝি মারিয়া আলম ৷ শুক্রবার বর্ধমানের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী এই 'ভোট জেহাদ' নিয়ে সরব হন ৷ তিনি বলেন, "ভোট জিহাদের খেলা শুরু করেছে বিরোধীরা ৷ কংগ্রেসের ঘনিষ্ঠ এক শিক্ষিত পরিবারের সদস্য বলছেন, মোদির বিরুদ্ধে 'ভোট জিহাদ' করতে ৷ জিহাদ কী, তা আমাদের দেশের মানুষ খুব ভালো করে জানে ৷"
মোদি অভিযোগ করেছেন, ভারতে দশকের পর দশক ধরে এই ভোট জিহাদের খেলা চলে আসছে ৷ তিনি বলেন, "আমাদের দেশে দশকের পর দশক ধরে এই 'ভোট জিহাদের' খেলা চলে আসছে পর্দার আড়ালে ৷ এতদিন এরা এসব লুকিয়ে-চুরিয়ে করত ৷ প্রথম দু’দফা ভোটে এদের পাতা ঝড়ে যাওয়ায়, বেপরোয়াভাবে প্রকাশ্যে 'ভোট জিহাদ' করতে বলছে ৷"
এই ইস্যুতে 'ইন্ডিয়া' জোট তথা কংগ্রেসের নিঃশ্চুপ থাকাকে হাতিয়ার করছেন মোদি ৷ তিনি বলেন, "এই 'ভোট জেহাদ' নিয়ে রীতিমতো চুপ কংগ্রেসের শাহি পরিবার, তৃণমূলের পরিবার আর এই বামেরা ৷ এর অর্থ, এরা সবাই 'ভোট জিহাদ'কে সমর্থন করে ৷ এই 'ইন্ডি জোট' ভোট ব্যাংকের জন্য যা খুশি করতে পারে ৷"
প্রসঙ্গত, গত মঙ্গলবার সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলম এক নির্বাচনী প্রচারে বলেছিলেন, "একজোট হয়ে ভোট জিহাদ করতে হবে ৷ আবেগপ্রবণ না হয়ে, নীরবে বুদ্ধি প্রয়োগ করে, এই সরকারকে তাড়ানোর জন্য ভোট জিহাদ করতে পারি আমরা ৷ না-হলে, এই সরকার আমাদের অস্তিত্ব মুছে দেবে ৷ ওরা বলছে সংবিধান ও গণতন্ত্র বিপদের মুখে ৷ কিন্তু, আমি বলব মানবতা হুমকির মুখে ৷ এখন মানবতার উপরে আক্রমণ চলছে ৷ তাই গঙ্গা-জামুনি (যৌগিক) সংস্কৃতিকে বাঁচাতে হলে কারও কথায় প্রভাবিত না-হয়ে নীরব থেকে বুদ্ধিমত্তার সঙ্গে নিজের ভোট দিন ৷"
এই ইস্যুতে, কংগ্রেসের বিরুদ্ধে মূলত তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি অভিযোগ করেছেন, "ভোট ব্যাংককে খুশি করতে কংগ্রেস দলিত, আদিবাসী ও ওবিসিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ৷ তাদের শাস্তি দিতে চাইছে ৷ কী শাস্তি, না-তাদের সংরক্ষণের অধিকার কেড়ে নিয়ে, তা ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেবে ৷ এর কারণ, দশকের পর দশক ধরে যে আদিবাসী ও দলিত ভোট কংগ্রেসের সঙ্গে ছিল, তা আজকে মোদির সঙ্গে ৷ তাই তাদের উপর প্রতিশোধ নিতে চাইছে ৷" সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি করেছেন, এই লোকসভা নির্বাচনে যেমন সবচেয়ে কম আসনে কংগ্রেস লড়াই করছে ৷ তেমনি কংগ্রেস সবচেয়ে কম আসন পেতে চলেছে ৷
আরও পড়ুন:
- ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সাহায্য করবে বিজেপি, ঘোষণা মোদির
- ভয় পেয়ে আমেঠি থেকে রায়বরেলিতে পালিয়েছেন ‘শাহজাদা’, বর্ধমানের সভায় রাহুলের বিরুদ্ধে সরব মোদি
- বাংলায় যত বেশি বিজেপি সাংসদ, তত বেশি বিকাশ, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির