পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / politics

অধীরকে ঘিরে আবারও বিক্ষোভ, এবার নওদায় তৃণমূলের গো-ব্যাক স্লোগান - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Go Back Slogan to Adhir: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের পর এবার নওদা ৷ ফের বহরমপুরের সাংসদ অধীরের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের ৷ উঠল গো-ব্যাক স্লোগানও ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 20, 2024, 12:25 PM IST

অধীরের গাড়ি ঘিরে বিক্ষোভ

নওদা, 20 এপ্রিল: নির্বাচনী প্রচারে গিয়ে ফের বাধার মুখে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ নওদায় শনিবার প্রচারে গিয়েছিলেন অধীর ৷ সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ এর আগে বুধবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেও অধীরকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটে ৷ এদিন ফের অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ, গো-ব্যাক স্লোগান তুলে সোচ্চার তৃণমূল কংগ্রেস সমর্থকরা।

ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বহরমপুর লোকসভার অর্ন্তগত নওদা এলাকা। গত এক সপ্তাহে অধীর চৌধুরীকে তিনবার বিক্ষোভের মুখে পড়তে হল। বহরমপুরে শহরের পর এবার নওদার পাটিকাবাড়ি গিয়ে অধীর চৌধুরীকে বিক্ষোভের মুখে পড়তে হল। এদিন পাটিকাবাড়িতে হেঁটে প্রচার করার কথা ছিল তাঁর। অভিযোগ, অধীর চৌধুরীর গাড়ি ঢুকতেই তঁকে ঘিরে শুরু হয় গো-ব্যাক স্লোগান। নির্বাচন যত এগিয়ে আসছে মুর্শিদাবাদের রাজনৈতিক বাতাস ততই ভারি হয়ে উঠছে। শক্তিপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তেজনা ছড়াল নওদায়। এদিন প্রচারে বেরিয়ে শাসকদলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় অধীর চৌধুরীকে।

এদিন সকালে নওদায় প্রচারে যান অধীর চৌধুরী। পাটিকাবাড়ি এলাকায় পদযাত্রা করার কথা ছিল অধীর চৌধুরীর। কিন্তু তার আগেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে পড়তে হয় বিক্ষোভের মুখে। অধীরের ঘিরে চলে গো-ব্যাক স্লোগান। পরিস্থিতি কার্যত আয়ত্বের বাইরে। অধীর চৌধুরীর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে নামে। কিন্তু উত্তেজিত জনতাকে বাগে আনতে পারে না। পিছু হঠতে হয় অধীর চৌধুরীকেও।
এর আগে গত 13 এপ্রিল বহরমপুরে নিজের শহরেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় অধীরকে। মেজাজ হারিয়ে অধীর চৌধুরী এক তৃণমূল সমর্থককে ঘাড় ধাক্কা দিয়ে চড়ও মারেন বলে অভিযোগ। সেই ছবি সিসিটিভিতেও ধরা পড়ে। এরপর 17 তারিখ শক্তিপুরে আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয় অধীরকে। সেদিনও একইভাবে মেজাজ হারান অধীর। এক বিজেপি সমর্থককে ধাক্কা মারতে দেখা যায় তাঁকে। বারবার নিজের কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়ে চরম অস্বস্তিতে রয়েছেন বহরমপুরের লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ৷

আরও পড়ুন:

  1. খড়গপুরে মাফিয়ারাজ শেষ করেছি, এবার কেশপুরকে ঠান্ডা করে দেব: হিরণ
  2. কন্ট্রোলরুমে নির্বাচনী প্রক্রিয়ায় 'চোখ' অভিষেকের, মেট্রোপলিটনে নজরদারিতে সুব্রত

ABOUT THE AUTHOR

...view details