কলকাতা, 17 মে: লোকসভা নির্বাচনে উত্তর এবং দক্ষিণ কলকাতা আসনকে জয়ের জন্য বাড়তি গুরুত্ব দিচ্ছে দিচ্ছে বিজেপি। শেষ দফার ভোটের আগে উত্তর কলকাতায় খোদ মিছিল করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থীর হয়ে রাজপথে নামার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। মোদি-শাহকে সামলাতে এবার পালটা পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। গোটা রাজ্যের পাশাপাশি কলকাতার দুই কেন্দ্রেও জোড়া মেগা মিছিল করবেন মমতা।
এখনও পর্যন্ত যা খবর তাতে, উত্তর কলকাতায় সুদীপ বন্দোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতায় মালা রায়ের সমর্থনে মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। বরাবরই উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের গড় বলে মনে করা হয়। শেষ দফার ভোটের আগে যখন গেরুয়া শিবিরের অস্ত্র মোদি-শাহ। ঘাসফুল শিবির ভরসা রাখছে মমতায়।
এখনও পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে, তাতে 27 এবং 30 তারিখ পর পর উত্তর ও দক্ষিণ কলকাতায় মিছিল করবেন মমতা। 27 মে কাঁকুড়গাছি থেকে ফুলবাগান হয়ে উত্তর কলকাতার মিছিল শুরু হবে ৷ প্রায় তিন কিলোমিটার ঘুরে এই মিছিল আসবে সেন্ট্রাল কলকাতা পর্যন্ত। অন্যদিকে 30 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করবেন দক্ষিণ কলকাতায় ৷ ওইদিন একই সঙ্গে যাদবপুর এবং দক্ষিণ কলকাতাকে ছুঁয়ে যাবে এই মিছিল। যাদবপুর থানা থেকে এই মিছিল শুরু হবে যাবে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত। উল্লেখ্য, ওইদিন বিকেল পাঁচটায় নির্বাচনী প্রচার শেষ হয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগে যাদবপুর থানা থেকে শুরু করে আলিপুর ফায়ার ব্রিগেড পর্যন্ত মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো।