বেরহামপুর/নবারংপুর (ওড়িশা), 6 মে:জগন্নাথধামে গিয়ে সোমবার নিজেকে ভগবান জগন্নাথের পুত্র বলে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর দাবি, ওড়িশায় বিজেডি সরকারের মেয়াদ শেষ হওয়ার তারিখ 4 জুন, অর্থাৎ যেদিন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৷ এই রাজ্যে তাঁর প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে মোদি ওড়িশাকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করার জন্য জনগণের কাছে অনুরোধ করেন ৷
বেরহামপুরের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, "ওড়িশার একজন মুখ্যমন্ত্রী দরকার যিনি ওড়িয়া ভাষা ও সংস্কৃতি বোঝেন । নির্বাচনের পরে বিজেপি এখানে একটি ডাবল ইঞ্জিন সরকার গঠন করবে । বিজেডি সরকারের মেয়াদ শেষ হওয়ার তারিখ 4 জুন, 2024 ৷"
ওড়িশার আদিবাসী কেন্দ্রস্থল নবারংপুরে আরেকটি সমাবেশে নভাষণ দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন যে, তাঁর সরকার আদিবাসীদের কল্যাণে কাজ করছে । তাঁর কথায়, "মোদির নেতৃত্বের 10 বছরের ট্র্যাক রেকর্ড আপনারা দেখেছেন । মোদি আদিবাসী কল্যাণে আগের বরাদ্দের চেয়ে পাঁচগুণ বাজেট বাড়িয়েছে ৷" মোদি দাবি করেছেন যে, কেন্দ্রে তাঁর সরকার আদিবাসী এলাকায় 'একলব্য মডেল আবাসিক' স্কুল স্থাপন করেছে এবং এই ধরনের স্কুলের সংখ্যা 400 ছাড়িয়েছে ৷ তাঁর কথায়, "এসটি, এসসি এবং ওবিসি বিভাগের লোক তাঁর মন্ত্রকের সাত শতাংশের অন্তর্ভুক্ত ।" প্রধানমন্ত্রী বলেন, ওড়িশা আয়ুষ্মান ভারত যোজনা থেকে উপকৃত হয়নি, কারণ বিজেডি সরকার রাজ্যে এটি বাস্তবায়ন করেনি। কেন্দ্র ওড়িশাকে 'জল জীবন মিশন' প্রকল্পের অধীনে 10,000 কোটি টাকা দিয়েছে কিন্তু বিজেডি তা সঠিকভাবে বিতরণে অর্থ ব্যয় করতে পারেনি । ছত্তিশগড়ের ধান চাষীরা প্রতি কুইন্টাল 3,100 টাকা এমএসপি পান, কিন্তু ওডিশায় 2,100 টাকা পান ৷
তিনি বিজেডি সরকারকে "ওড়িশায় মোদির তৈরি প্রকল্পগুলি বাস্তবায়নের অনুমতি না দেওয়ার"ও অভিযোগ করেছেন । প্রধানমন্ত্রীর দাবি, ওড়িশার মানুষের শক্তি এবং আবেগ আছে, কিন্তু বিজেডি সরকার তাদের সঠিক সুযোগ দেয়নি । মোদির কথায়, "আপনি কংগ্রেসকে 50 বছর এবং বিজেডিকে 25 বছর দিয়েছেন । বিজেপিকে মাত্র পাঁচ বছর দিন । আমরা ওড়িশাকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করব ৷"