পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

মিউজিক ভিডিয়োতে শ্রাবন্তী, সাবেকি পোশাকে অনন্যা আগামীর 'দেবী চৌধুরানী' - Srabanti Chatterjee Music video - SRABANTI CHATTERJEE MUSIC VIDEO

এবার পুজোয় শ্রাবন্তী ঝড়। উমা আসার আগমনে মেতে উঠেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই প্রকাশ্যে অভিনেত্রীর সাবেকি লুক। লাল পাড়ের সাদা রঙের শাড়িতে অপরূপা শ্রাবন্তী। সান ভেঞ্চার- এর ব্যানারে সানি খান ও অনুপ সাহার প্রযোজনাতে কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে 'জয় জয় দুগ্গা মা' গান। (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 6:23 PM IST

নতুন রূপে ধরা দিচ্ছেন পর্দার 'দেবী চৌধুরানী' (PR Handout)
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফার্স্ট লুক দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ (PR Handout)
ইতিমধ্যেই গানের টাইপোগ্রাফি পোস্টার প্রকাশ্যে এসেছে। (PR Handout)
প্রধান সহকারী পরিচালক হিসাবে রয়েছেন আর চট্টোপাধ্যায়। (PR Handout)
মা দুর্গাকে গানে গানে আহ্বান তারকা শিল্পীর ৷ গানটির সিনেমাটোগ্রাফি করেছেন উজ্বল ভট্টাচার্য। (PR Handout)
এবার পুজোয় লাল পাড় সাদা শাড়িতে শ্রাবন্তী ঝড়। (PR Handout)
গানটি গেয়েছেন শিল্পী অনন্যা চক্রবর্তী। সঙ্গীত পরিচালক রাহুল ভীর কুমার ঘোষ ৷ (PR Handout)
'জয় জয় দুগ্গা মা' মিউজিক ভিডিয়োর শুটিংয়ে ব্যস্ত সকলে ৷ (PR Handout)
অভিনেত্রীর সাবেকি লুক পুজোর আমেজ বাড়িয়ে দিয়েছে । (PR Handout)
পুজোর মিউজিক ভিডিয়োতে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী ৷ (PR Handout)

ABOUT THE AUTHOR

...view details