পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

জেলায় জেলায় পালিত ছটপুজো, লেন্সবন্দি প্রার্থনার বিশেষ মুহূর্ত

কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় ছটপুজো ৷ ষষ্ঠী তিথি থেকেই এসেছে 'ছট' কথাটি ৷ এই পার্বণে পূজিত হন সূর্যদেব এবং তাঁর স্ত্রী ৷ 3 দিন এবং 4 রাত ধরে পালিত হয় এই উৎসব ৷ বিভিন্ন জেলার ছটপুজো দেখে নিন একঝলকে ৷ (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2024, 9:28 PM IST

সূর্যের মধ্যেই নিহিত প্রাণশক্তির উৎস। তাই সূর্যের উপাসনা হয় ছটপুজোয় । (নিজস্ব ছবি)
সূর্য অনেক রোগের বিনাশ করে বলেও এই পুজোর বিশেষ গুরুত্ব। যা স্বাস্থ্য, গতি এবং আত্মবিশ্বাস লাভ করে। (নিজস্ব ছবি)
সূর্যের শুভ প্রভাবে কার্তিক মাসের শুক্লা চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত পালিত হয় ছটপুজো। (নিজস্ব ছবি)
এই ব্রতে সূর্যই উপাস্য দেবতা । সেই সঙ্গে পুজো হয় ছটি মাইয়ার। যাকে ছটলক্ষ্মীও বলা হয়। (নিজস্ব ছবি)
এই পুজোয় উপবাস একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। দীর্ঘ 36 ঘণ্টা উপবাস করতে হয়। (নিজস্ব ছবি)
ছট উৎসবটি শুরু হয় ধর্মীয় স্নান দিয়ে, পরে থাকে খুব সাধারণ খাবার গ্রহণের পালা। (নিজস্ব ছবি)
পরের দিন ভক্তরা সারা দিন উপবাস করে থাকেন। সূর্যাস্তের পর দেবতাদের উদ্দেশ্যে নৈবেদ্য দেওয়া হয়। (নিজস্ব ছবি)
তৃতীয় দিনে সাধারণত মহিলারা জলাশয়, নদীতে বা পুকুরে সূর্যোদয়ের আগে জড়ো হন। (নিজস্ব ছবি)
জলে দাঁড়িয়ে তাঁরা উদীয়মান সূর্যকে অর্ঘ্য দেন । সঙ্গে থাকে প্রার্থনা। (নিজস্ব ছবি)
পুজোয় নৈবেদ্য় হিসেবে দেওয়া হয় কলার কাঁদি, অন্যান্য ফল, ক্ষীর, গুড়, মিষ্টি, ঠেকুয়া ইত্যাদি ৷ (নিজস্ব ছবি)
কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি শুরু হয়েছে 7 নভেম্বর, শেষ হবে 8 নভেম্বর দুপুর 12টা 41 মিনিটে। (নিজস্ব ছবি)
এটা বিশ্বাস করা হয় যে এই পুজোয় কোনও ত্রুটি, তা যত সামান্যই হোক, দেবীকে অসন্তুষ্ট করতে পারে। (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details