হাতে রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসনে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী ; প্রকাশ্যে এল ছবি - PM Narendra Modi Meditates - PM NARENDRA MODI MEDITATES
দীর্ঘ 15 ঘণ্টা পার ৷ প্রকাশ্য়ে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ৷ কন্যাকুমারীর বিবেকানন্দ রকে ধ্য়ানে রয়েছেন মোদি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালের 'ধ্যানমণ্ডপম'-এ জপে বসেন তিনি ৷ মোদির এই মূহূর্তের ছবি দেখে নিন একঝলকে ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)
15 ঘণ্টা পর মোদির ধ্যানমগ্ন ছবি এল প্রকাশ্যে ৷ শুক্র সকালে সংবাদসংস্থা এএনআই প্রধানমন্ত্রীর একগুচ্ছ ছবি শেয়ার করেছে ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)মোদির পরনে এদিন দেখা যায় গেরুয়া বস্ত্র ৷ হাতে রুদ্রাক্ষের মালা ৷ হাত জড়ো করে ধ্যানে মগ্ন তিনি ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)এই সময় তিনি অন্ন মুখে তুলবেন না ও তাঁর মৌনব্রত চলবে ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)শেষ দফা নির্বাচনের প্রচার পর্ব শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী এই ধ্যানে বসেন ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)বৃহস্পতিবার সন্ধেয় কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে তিনি সাধনা শুরু করেছেন ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)সপ্তম দফা নির্বাচন অর্থাৎ আগামিকাল সন্ধ্যায় তিনি ধ্য়ান ভাঙবেন ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)
131 বছর আগে কন্যাকুমারীর ঠিক এই জায়গায় স্বামী বিবেকানন্দ ধ্য়ানে বসেছিলেন ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)শুক্রবার সকালে মোদির সূর্য প্রণামের ছবিও শেয়ার করেছে (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো করেন মোদি ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)এখানে পুজো করে সোজা বিবেকানন্দ রক মেমোরিয়ালের 'ধ্যানমণ্ডপম'-ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)এই দু'দিন পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে এই মন্দির ৷ পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)নির্বাচনী প্রচারের সময় শেষ হওয়ার পর মোদির ধ্যানরত ছবি এদিন সামনে আসে ৷ (সংবাদসংস্থা এএনআই এক্স হ্যান্ডেল)