পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

কপালে চন্দন-সিঁদুর, 'ন্য়ায় যাত্রা'র মাঝে দেওঘরে পুজো রাহুলের; দেখে নিন একঝলকে - রাহুল গান্ধি

শুক্রবার বাংলার পর ঝাড়ঘণ্ডে প্রবেশ করছে রাহুলের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ৷ শনিবার সে রাজ্যে ন্যায় যাত্রার শুরুর আগে দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ৷ কপালে চন্দন-সিঁদুর মেখে বাবা বৈদ্যনাথের দরবারে পুজো দিলেন রাহুল ৷ একঝলকে দেখে নিন সেই মুহূর্ত ৷

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 11:01 PM IST

শনিবার দেওঘরের বাবা বৈদনাথধাম মন্দিরে পুজো দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷
রাহুলের কপালে ছিল চন্দন আর সিঁদুরের প্রলেপ ৷ সঙ্গে ছিল গাঁদা ও রজনীগন্ধা ফুলের মালা ৷
এছাড়া এদিন রাহুলের পরনে ছিল গাঢ় গোলাপি রঙের ধুতিও ।
ভক্তি ভরে মহাদেবের পুজো করতে দেখা গেল কংগ্রেস নেতাকে ৷
মন্দিরের গর্ভগৃহের ভিতরে গিয়েও বাবার উপাসনা করেছেন তিনি ৷
লোকসভা নির্বাচনের আগে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' কর্মসূচি শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।
বাংলা থেকে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ে প্রবেশ করবে রাহুলের ন্যায় যাত্রা। তারপরে যাবে অন্যান্য রাজ্যে।
শুক্রবার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড ঢুকেছেন রাহুল গান্ধি।
রাজনৈতিক মহলের দাবি, বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা বিরাট সাড়া ফেলেছে ৷
আর এদিন ঝাড়খণ্ডেও রাহুলকে দেখতে রাস্তার দু'ধারে ভিড় জমেছে। মানুষ স্বাগত জানিয়েছেন কংগ্রেস সাংসদকে।

ABOUT THE AUTHOR

...view details