পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / photos

এক ঝলকে এরো ইন্ডিয়া 2025, ছবিতে দেখুন এশিয়ার বৃহত্তম মহাকাশ-প্রতিরক্ষা প্রদর্শন - AERO INDIA 2025

উদ্বোধন হয়ে গেল এশিয়ার বৃহত্তম মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনীর 15তম অনুষ্ঠান ৷ সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানবাহিনী স্টেশনে এরো ইন্ডিয়া 2025-এর উদ্বোধন করেন ৷ 10 ফেব্রুয়ারি শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ এর মধ্যে 13 ও 14 ফেব্রুয়ারি জনসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হবে ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2025, 7:50 PM IST

এরো ইন্ডিয়ার উদ্বোধনে বেঙ্গালুরু ভারতীয় বিমানবাহিনীর জাগুয়ার বিমানগুলি অর্জুন ফর্মেশনে ওড়ার মুহূর্ত ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)
উড়তে শুরু করছে বেঙ্গালুরু ভারতীয় বায়ুসেনার তেজস বিমান । (সংবাদ সংস্থা : পিটিআই)
বেঙ্গালুরু ভারতীয় বিমান বাহিনীর SU-30 বিমানগুলি ত্রিশুল গঠনে উড়ছে ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)
এরো ইন্ডিয়াতে পারফর্মের মুহূর্তে বেঙ্গালুরু ইন্ডিয়ান এয়ার ফোর্সের স্কাই ডাইভিং দল 'আকাশ গঙ্গা' ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)
বরুণ গঠনে উড়ছে বেঙ্গালুরু ভারতীয় বায়ুসেনার P-8i, MIG-29 এবং Hawk MK-132 প্লেন ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)
এরো ইন্ডিয়া উদ্বোধনে বেঙ্গালুরু ভারতীয় বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারগুলি ধ্বজ গঠনে উড়ছে ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)
বেঙ্গালুরু ইন্ডিয়ান এয়ার ফোর্সের অ্যারোবেটিক দল 'সূর্য কিরণ' পারফর্ম করছে ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)
বেঙ্গালুরু আইএএফ-এর সূর্য কিরণ অ্যারোবেটিক টিম (SKAT) দক্ষতা প্রদর্শন করছে ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)
বেঙ্গালুরু IAF-এর SU-30 বিমানটি ফ্লাই-পাস্ট প্রদর্শনের পরে অবতরণ করছে ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)
ফ্লাই-পাস্ট দেখছেন বেঙ্গালুরু চিফ অফ এয়ার অ্যাটাফ এয়ার চিফ মার্শাল এ পি সিং এবং সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)
বেঙ্গালুরুর দর্শকরা রাশিয়ার মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফ্ট SU-57-এর এয়ার ডিসপ্লে দেখছেন ও ছবি তুলছেন ৷ (সংবাদ সংস্থা : পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details