নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল আম আদমি পার্টিকে একটা ছোট্ট দলে রূপান্তরিত করল ৷ আর কংগ্রেসের বিষয়ে বলতে গেলে, এবারও তারা রাজধানীর বিধানসভা-মানচিত্রে কোনও দাগই কাটতে পারল না ৷ একটিও আসন জিততে পারেনি কংগ্রেস ৷ কিন্তু বিজেপি-বিরোধী আপ-এর ভোট অনেকাংশেই কেটেছে তাঁদের প্রার্থীরা ৷ তাই আপ-এর ভাগও কমে গিয়েছে ৷
নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে তিন হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে বিজেপির পরবেশ সাহিব সিংয়ের কাছে পরাজিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ মোট ভোটের 48.82 শতাংশ পেয়েছেন বিজেপির পরবেশ সাহিব সিং ৷ তাঁর প্রাপ্ত ভোট 30 হাজার 88 ৷ 4 হাজার 89টি ভোটে পিছনে রয়ে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, প্রাপ্ত ভোটের হার 42.18 শতাংশ ৷ এদিকে তাঁর সঙ্গে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে সন্দীপ দীক্ষিতের হারের ব্যবধান 25 হাজার 520 টি ভোট ৷ কংগ্রেস প্রার্থী পেয়েছেন মাত্র 4 হাজার 568টি ভোট, মোট ভোটের 7.41 শতাংশ ৷
কেজরিওয়ালের দুই বিশ্বস্ত সঙ্গী মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনও আপ বনাম কংগ্রেস ভোট বিভাজনে পরাজিত হয়েছেন ৷ এরকম আরও অনেকগুলি বিধানসভা আসন রয়েছে, যেখানে বিজেপির জয়ের ব্যবধান সামান্য ৷ কিন্তু স্পষ্ট যে, আপ-এর যাত্রাভঙ্গ করেছে কংগ্রেস ৷
আপ-কংগ্রেসের মধ্যেকার এই ভোট ভাগাভাগি ছাড়াও আরও কয়েকটি কারণ আছে আপ-এর বিরুদ্ধে বিজেপির জয়ের নেপথ্যে ৷ প্রচারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে উন্নয়ন হবেই ৷ একাধিক বিধানসভা কেন্দ্রের ভোটাররা বুঝতে পারছিলেন না, কাকে সমর্থন করবেন- আপ নাকি কংগ্রেস ? সেইসব দোদুল্যমান ভোটারদের কাছে স্বাভাবিকভাবেই বিজেপি বিকল্প হয়ে ওঠে ৷ কারণ বিজেপির ম্যানিফেস্টো থেকে শুরু করে স্লোগান- সবই উন্নয়নের আশা জাগিয়েছে ৷ শুধু তাই নয়, এবারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও কোনও দ্বিধা না-রেখে বিজেপিকে ভোট দিয়েছেন ৷ তবে কয়েকটি কেন্দ্রে যেখানে তাঁরা বিজেপির থেকে ভালো বিকল্প দল পেয়েছে, সেখানে পদ্মফুলে তাঁদের ভোট পড়েনি ৷
আপ-কংগ্রেস দ্বৈরথের মাঝে বিজেপি কীভাবে জয়ী হয়েছে, তার অন্যতম উদাহরণ মুস্তফাবাদ ৷ এই বিধানসভায় মুসলিম জনসংখ্যা 50 থেকে 55 শতাংশ ৷ এখানে আপ প্রার্থী আদিল আহমেদ খানের বিরুদ্ধে এআইএমআইএম প্রার্থী করেছিল মহম্মদ তাহির হুসেনকে ৷ তাতে লাভের লাভ হয়েছে বিজেপিরই ৷ এই কেন্দ্রে আপ প্রার্থী আদিল আহমেদ পেয়েছেন 67 হাজার 637 টি ভোট, যা মোট ভোটের 33.62 শতাংশ ৷ তিনি 51 হাজার 741 টি ভোটে পরাজিত করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রার্থী মহম্মদ তাহির হুসেনকে ৷ তিনি পেয়েছেন 33 হাজার 467 ভোট, যা 16.64 শতাংশ ৷ এদিকে বিজেপি প্রার্থী মোহন সিং বিস্ত মাত্র 17 হাজার 578 ভোটে আপ প্রার্থী আদিলকে হারিয়েছেন ৷ মোট ভোটের 42.36 শতাংশ পেয়েছেন বিস্ত৷ ৷ তাঁর প্রাপ্ত ভোট 84 হাজার 888 ৷
কয়েকটি বিধানসভায় ভোটাররা আপ-এর বদলে বিজেপি-বিরোধী দল হিসাবে কংগ্রেসকে বেছে নিয়েছেন ৷ কিন্তু শেষ হাসি হেসেছে ভারতীয় জনতা পার্টি ৷ যেমন টিমারপুর কেন্দ্র ৷ এখানে কংগ্রেস প্রার্থী লোকেন্দ্র কল্যাণ সিং পেয়েছেন 8 হাজার 361টি ভোট ৷ তাঁকে 47 হাজার 580টি ভোটে পরাজিত করেছেন আম আদমি পার্টির সুরিন্দর পাল সিং ৷ এদিকে আপ প্রার্থী মাত্র 1 হাজার 168টি ভোটে হেরেছেন বিজেপির সূর্যপ্রকাশ খাতরির কাছে ৷ এখানে বিজেপি, আপ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট যথাক্রমে- 55 হাজার 626 (46.03 শতাংশ), 54 হাজার 602 (45.07), 8 হাজার 313 (6.88 শতাংশ) ৷