গেরুয়া বসনে প্রয়াগের 'যুক্তবেণী'তে কুম্ভস্নানের পর তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় 'মুক্তবেণী'-তে এলেন সবুজ শাড়ি পরে । কালার থেরাপিতে বিশ্বাস করেন হুগলির সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ নিজেই জানালেন সেই কথা ৷ তাই বুধবার বারবেলায় সবুজ শাড়িতে হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণী কুম্ভতে দেখা গেল অভিনেত্রীকে ৷
মাঘী পূর্ণিমায় হুগলিতে ত্রিবেণী কুম্ভস্নানের আয়োজন করা হয়েছে । সেখানেও পুণ্যস্নানের জন্য ভিড় সকাল থেকেই দেখা গিয়েছে । সেখানেই উপস্থিত হয়েছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ।
এরআগে উত্তরপ্রদেশের মহাকুম্ভে ডুব দিয়েছিলেন অভিনেত্রী ৷ সেখানে সরস্বতী পুজোর দিন গেরুয়া বস্ত্রে স্নান সেরেছিলেন তিনি ৷ আর বুধবার ত্রিবেনী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে ৷ সেখানে তিনি বলেন, "আমি কালার থেরাপি বিশ্বাস করি ৷ আজ বুধবার তাই আমি সবুজ পড়েছি ৷"
অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্ধ্য়োপাধ্যায় ইটিভি ভারত লাইফস্টাইলকে বলেন, "কালার থেরাপি এক এক দিনে এক এক রকম হয় ৷ তবে সেটা সবার জন্য এক জিনিস নয় ৷ কোনদিন কোন রঙের জামা পড়া উচিত এটা একটা ব্যাপার থাকে ৷ প্রত্যেকদিন প্রত্যেকের জন্য এক রং হয় না ৷ আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেইদিন সেই রং পড়ি ৷ সেটা সবক্ষেত্রে একরকম নাও হতে পারে ৷ আমাকে যেরকম ইনস্ট্রাক করা হয়েছে আমি সেইভাবেই করি ৷ আমি এটা বিশ্বাস করি ৷ রং বা কালার একটা ব্যাপার থাকে ৷"
তিনি আরও বলেন, "উপকার কতটা দেয় আমি জানি না তবে আমাকে বলা হয় সেইভাবেই পড়ি ৷ যেহেতু আমি একটু ঠাকুর দেবতা ও অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী তাই আমাকে বলা হয়েছে কোন দিন কোন রঙের পোশাক পড়বো ৷ আমি সেটা ফলো করি ৷"
এখন প্রশ্ন হল কী এই কালার থেরাপি (What Is Color Theraphy) ? এটি করলে কী উপকার পাওয়া যায় ?
গুগ্ল থেকে জানা যায়, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় নানা ধরনের রং, রঙিন আলোর ব্যবহার রয়েছে । মানুষের মধ্যে ভালো এবং খারাপ দু'ধরনের শক্তিই বর্তমান যা পজেটিভ ও নেগেটিভ হিসাবে আমরা ধরে থাকি । সেই এনার্জির গুরুত্ব বজায় রাখতে মেনে চলা হয় কালার থেরাপি ৷