কলকাতা: কালীপুজো দোরগোড়ায় । দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজোতেও থিমের রমরমা । আর তা দেখতে জনগণও ভিড় জমান প্যান্ডেলে । ঠাকুর দেখতে যাওয়া মানেই কম বেশি সাজগোজ । বিশেষত মহিলারা সাদামাটাভাবে মণ্ডপে যেতে রাজি হন না ।
এইসময়ে শাড়ি বা অন্য যে পোশাকই হোক তা সিল্কের না হওয়াই ভালো । শত বারণ সত্তেও বাজির দাপট এইসময় কম বেশি থাকেই । তাই সুতির ডিজাইনার পোশাক এই সময়ে বেছে নেওয়া যেতে পারে । তবে শাড়ি যেমনই হোক ব্লাউজ সাদামাটা হলে চলবে না ।
মহিলারা আজকাল কেতাদুরস্ত ব্লাউজের দিকেই বেশি মন দিয়েছেন । তা সে রেডিমেড হোক বা অর্ডার দিয়ে বানানো । এই মুহূর্তে রেডিমেড ব্লাউজ নাকি অর্ডার দিয়ে বানানো কোনদিকে মেয়েদের ঝোঁক বেশি ? আর কেমন ব্লাউজ তাঁরা বেছে নিচ্ছেন ? জানালেন শহরের চারজন ডিজাইনার তথা বুটিক কর্ত্রী ।
'রজনী'জ' বুটিকের কর্ত্রী রজনী জয়সওয়াল বলেন, "বানিয়ে পরার দিকেই ঝোঁক বেশি দেখছি । তবে সময়ের অভাবে অনেকে রেডিমেড কিনে নেন । রেডিমেড ব্লাউজেও এখন দারুণ সব ডিজাইন । অনেকে অন্য জায়গা থেকে রেডিমেড ব্লাউজ কিনে এনে আমার কাছ থেকে অল্টার করিয়ে নেন । একদিনে ব্লাউজ ডেলিভারি দিই । তাতে মানুষের আগ্রহ দেখতে পাই ।" ক্রেতা রুমা সামন্ত বলেন, "আমি বানিয়ে পরতেই ভালোবাসি ব্লাউজ । ফিটিংস ভালো হয় ।"
বেহালার স্বনামধন্য সুপ্রিয়া বুটিকের কর্ত্রী বলেন, "নতুন যা কিছু আসে তা দেখলেই কিনতে চাইছেন মানুষ । আলাদা করে নির্দিষ্ট কিছু পছন্দ নেই । আর এখন প্রত্যেকটা ব্লাউজ এত সুন্দর তাতে শাড়িতে খুব একটা বিশেষত্ব না থাকলেও চলবে । ব্লাউজই সকলের নজর কেড়ে নিচ্ছে । তাই ব্লাউজে মন মজেছে সব বয়সের মহিলাদের । তা সে রেডিমেড হোক বা অর্ডার দিয়ে বানানো- ব্লাউজের প্রতি ঝোঁক আকাশছোঁয়া ।"