জলপাইগুড়ি, 8 অক্টোবর: প্যান্ডেলে ঢুকলে হঠাৎ মনে হবে বুঝি প্রতিবেশী রাজ্য অসমে চলে এসেছেন ৷ অসমের প্রাকৃতিক বৈচিত্র্য, শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে জলপাইগুড়ির মহুরীপাড়া সার্বজনীন পুজো মণ্ডপে ৷ পুজো মণ্ডপের এবারের থিম অসম ৷
জলপাইগুড়ির মহুরীপাড়া সার্বজনীন পুজোয় মা দুর্গা স্বয়ং যেন অসম থেকে এসেছেন ৷ তাঁর পরনে অসমিয়া মেখলা ৷ অসুর পরেছেন ধুতি ৷ তাঁর কাছে অসমের চাদর ৷ দুই মেয়ে দেবী সরস্বতী ও দেবী লক্ষ্মীও মেখলায় সজ্জিত ৷ তাঁদের হাতে ধরা উত্তর-পূর্বের রাজ্যটির বিখ্যাত জাপি ৷ কার্তিক ও গণেশ ঠাকুরও অসমের ধুতি এবং চাদর গায়ে দিয়েছেন ৷
এবার মহুরীপাড়া সার্বজনীনের 75তম বর্ষ ৷ পুজো মণ্ডপে এক চিলতে অসমকে তুলে ধরা নিয়ে পুজো কমিটির সম্পাদক উত্তম বোস বলেন, "আমাদের থিমের নাম জাপি ৷ এই জাপির প্রাধান্যই মণ্ডপে স্থান পেয়েছে ৷ অসমের বিহু, সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি ৷ পুজো মণ্ডপে অসম ও বাংলার মেল বন্ধনের একটা চেষ্টা করেছি ।"