আজকের ব্যস্ত ও অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে ব্রণের সমস্যাও বেশ সাধারণ হয়ে উঠেছে । তৈলাক্ত ত্বক ও ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে, মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা এবং অতিরিক্ত অ্যালকোহল ও সিগারেট খাওয়ার কারণে ত্বকে উপস্থিত ছিদ্রের সমস্যা দেখা দেয় ।
এমন পরিস্থিতিতে ব্রণের সমস্যা দূর করতে গোলাপ জল ব্যবহার করা খুবই উপকারী । ত্বক পরিষ্কার করার পাশাপাশি, এটি এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলির সঙ্গে সংক্রমণও দূর করে । এটি ত্বকে উপস্থিত ধুলোবালি এবং অন্যান্য অমেধ্য পরিষ্কার করতে কাজ করে । এছাড়া নিয়মিত গোলাপজল ব্যবহার করলে তা ত্বককে টানটান করে ।
এভাবে গোলাপ জল ব্যবহার করুন:
কমলালেবুর খোসা এবং গোলাপ জল:কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন ৷ এটির পাউডার গোলাপজলের সঙ্গে মিশিয়ে পেষ্ট তৈরি করুন ৷ এবার এটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন । এরপর হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করুন । কমলার খোসার গুঁড়ো ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করা হয় । এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা ব্রণের সমস্যা দূর করতে সহায়ক ।