মস্কো, 9 জুলাই: ইউক্রেন সংকট নিয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজতে সাহায্য় করার চেষ্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলবার ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তিনি বলেন, "আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দিয়েছেন ৷ বিশেষ করে প্রাথমিকভাবে শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকট সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন ।’’
পুতিনকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছেন রাশিয়ার সরকারি সংবাদসংস্থা টাস ৷ ওই সংবাদসংস্থা আরও জানিয়েছে যে ক্রেমলিনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময়ই পুতিন এই কথা বলেছেন ৷ টিভিতে সম্প্রচারিত হওয়া বক্তব্যে মোদিও জানিয়েছেন যে ভারত শান্তির পক্ষে এবং ইউক্রেন সংকটের সমাধান খুঁজতে সাহায্য করতে প্রস্তুত ৷ এই কথা মোদি শুধু পুতিনকে বলেননি, বরং মস্কো থেকে সারা বিশ্বকে জানিয়েছেন ৷
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, শান্তি সবচেয়ে প্রয়োজনীয়... বোমা, বন্দুক ও বুলেটের মাধ্যমে শান্তি আলোচনা সফল হয় না ।" তিনি সোমবার পুতিনের সঙ্গে হওয়া বৈঠকের কথাও উল্লেখ করেন মোদি ৷ তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্টের কথায় তিনি আশার আলো দেখতে পেয়েছেন ৷ তিনি বলেন, "মানবতায় বিশ্বাসী সবাই কষ্ট পান প্রাণহানি হলে । তার মধ্যেও যদি নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়, যদি নিষ্পাপ শিশুরা মারা যায়, তা হৃদয়বিদারক এবং অত্যন্ত বেদনাদায়ক ।"