পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস, ঘোষণা আন্দোলনকারীদের - Bangladesh Unrest - BANGLADESH UNREST

Muhammad Yunus to be Chief Adviser of Interim Govt: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ এই পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চাইছেন ৷ সূত্রের খবর, তিনি এই প্রস্তাবে রাজিও হয়েছেন ৷

Muhammad Yunus
নোবেলজয়ী মহম্মদ ইউনুস (নিজস্ব ছবি)

By PTI

Published : Aug 6, 2024, 9:55 AM IST

Updated : Aug 6, 2024, 10:39 AM IST

ঢাকা, 6 অগস্ট: শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে ৷ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ৷ মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এদিন সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম বলেছেন, "দেশকে বাঁচাতে ছাত্রসমাজের আহ্বানে অধ্যাপক ইউনুস এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে সম্মত হয়েছেন ৷" ডেইলি স্টার সংবাদপত্র সূত্রে এমনটাই খবর ।

নাহিদ আরও বলেন, "অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করতে আমরা 24 ঘণ্টা সময় নিয়েছিলাম । তবে জরুরি অবস্থা বিবেচনা করে আমরা এখনই তা গঠনের ঘোষণা করছি । আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ৷ এই সরকারে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী মহম্মদ ইউনুস, যাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে ৷ তিনি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বে থাকবেন ৷"

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাউদ্দিন বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব সংসদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ৷ তার কয়েকঘণ্টা পরই অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করা হল ৷ সোমবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন ৷ খালেদা জিয়া একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গৃহবন্দি ছিলেন ।

মহম্মদ ইউনুসের নেতৃত্বে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক ৷ এ বিষয়ে পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির কাছে আর্জি জানিয়েছেন নাহিদ ইসলাম । তিনি বলেন, "শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে ।" দেশে অস্থির পরিস্থিতির বিষয়ে তাঁর বক্তব্য, "আন্দোলনকে ব্যর্থ করার জন্য ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীরা দ্বারা এটা পরিচালিত করা হয়েছিল । যেহেতু দেশে অরাজকতার সৃষ্টি হয়েছে এবং জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ আমরা রাষ্ট্রপতিকে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য অবিলম্বে এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি ৷ সেনাকে সহায়তা করতে স্বাধীনতাকামী শিক্ষার্থীরাও রাজপথে থাকবেন ।"

নাহিদের কথায়, "ছাত্রদের প্রস্তাবিত সরকার ব্যতীত বাংলাদেশে অন্য কোনও সরকারকে গ্রহণ করা হবে না। যেমনটি আমরা বলেছি, কোনও সামরিক সরকার বা সামরিক সমর্থিত কোনও সরকার বা ফ্যাসিস্ট সরকারকে মেনে নেওয়া হবে না ৷"

সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ৷ তিনি বর্তমানে ভারতে রয়েছেন ৷ তাঁর দেশত্যাগের পরই বিশৃঙ্খলায় সৃষ্টি হয় ৷ ঢাকায় তাঁর বাসভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা ৷ সুধা সদন-সহ অন্যান্য স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় ৷ ঢাকা ও শহরের বাইরে থাকা হাসিনার আওয়ামী লিগ সরকারের মন্ত্রী, দলীয় সংসদ ও নেতাদের বাসভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা হয়েছে বলে সূত্রের খবর। এরপরেও সোমবার বাংলাদেশে অন্তর্বতীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত দেশের দায়িত্ব নেয় সেনাবাহিনী ৷ তারপর 24 ঘণ্টা কাটতে না-কাটতে অন্তর্বতীকালীন সরকার গঠনের ঘোষণা করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাঁরা অন্তর্বতীকালীন সরকারের দায়িত্বে চাইছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুসকে ৷

কে এই মহম্মদ ইউনুস ?

বাংলাদেশের দরিদ্র মানুষ, বিশেষত মহিলাদের সাহায্যের জন্য বিশ্বে প্রথম ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করেছিলেন মহম্মদ ইউনুস ৷ যার জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে ৷ 1983 সালে তাঁর প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশকে ক্ষুদ্রঋণের আবাস হিসাবে গড়ে তুলে খ্যাতি অর্জন করেন তিনি ।

Last Updated : Aug 6, 2024, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details