নিউইয়র্ক, 5 মার্চ: ইজরায়েলের নিরাপত্তার প্রয়োজনীয়তার কারণে গাজা সংঘাতের ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করবে ভারত ৷ এর ফলে প্যালেস্তাইনের জনগণ একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবে ৷ এমনটাই জানালেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ । সোমবার ভেটো ব্যবহারের বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় ভাষণ দেন তিনি ৷ সেখানেই রুচিরা বলেন, "ইজরায়েল-গাজা সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট এবং সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তা বলা হয়েছে ।"
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধির কথায়, "শুধুমাত্র উভয় পক্ষের মধ্যে সরাসরি এবং অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে একটি দ্বি-রাষ্ট্র সমাধান মিলবে ৷ এই সমাধানের মধ্য দিয়ে চূড়ান্ত অবস্থার সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যাবে এবং স্থায়ীভাবে শান্তি বজায় রাখা সম্ভব । ভারত একটি দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ যাতে ইজরায়েলের নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনা করে নিরাপদ সীমান্তে প্যালেস্তাইনের জনগণ একটি স্বাধীন দেশে বসবাস করতে পারে ।"
অবিলম্বে উত্তেজনা কমানোর ডাক দিয়ে ভারতের রাষ্ট্রদূত বলেন, "একটি স্থায়ী সমাধানে পৌঁছনোর জন্য আমারা অবিলম্বে উত্তেজনা কমানো, সহিংসতা এড়ানো, সমস্ত বন্দিদের মুক্তি, উস্কানিমূলক ও উত্তেজনামূলক কর্মকাণ্ড এড়িয়ে চলা এবং প্রত্যক্ষ শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি ।" সংঘাতের বিষয়ে তিনি বলেন, "ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাতের ফলে ব্যাপকভাবে সাধারণ মানুষের বিশেষ করে মহিলা ও শিশুদের ক্ষতি হয়েছে । আমি আগেই বলেছি, এর ফলে মানবিক সংকটও দেখা দিয়েছে । যা স্পষ্টতই গ্রহণযোগ্য নয় ৷"