ঢাকা, 5 জানুয়ারি: অতীতের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশের প্রায় 18 কোটি ভোটার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি। মুখ্য নির্বাচনী কমিশনার নাসির উদ্দিন ঢাকার একটি অনুষ্ঠানে রবিবার এমনই দাবি করেছেন। তাঁর আরও দাবি, এবার থেকে পরিস্থিতিতে চোখে পড়ার মতো বদল আসতে চলেছে। ভোট না দিতে পারার যন্ত্রণায় আর কাউকে ভুগতে হবে না। তবে ঠিক কোন সরকারের সময় এই ঘটনা ঘটেছে তা উল্লেখ করেননি মুখ্য নির্বাচনী কমিশনার ।
শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর অন্তর্বতী সরকার ক্ষমতায় এসেছে। অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টামহম্মদ ইউনুস কয়েকদিন আগে বিজয় দিবসের অনুষ্ঠানে জানান, 2025 সালের শেষ বা 2026 সালের শুরুতে ভোট হতে পারে। সেই সূত্র ধরে, নির্বাচনের প্রস্তুতি হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে 20 জানুয়ারি।
তাঁর আগে নির্বাচনী আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ হচ্ছে। সেভাবেই ঢাকায় আয়োজিত একটি শিবিরে অংশ নিয়ে এদিন বাংলাদেশের মুখ্য নির্বাচনী কমিশনার নাসির উদ্দিন দাবি করেন, "প্রায় 18 কোটি ভোটার ভোট দিতে পারেননি । আমাদের প্রথম কাজ তাঁদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া।" ঢাকা ট্রিবিউন সংবাদপত্রে এই সংক্রান্ত প্রতিবেদন আরও বলা হয়েছে, মুখ্য নির্বাচনী কমিশনার জানান, তাঁরা আসন্ন নির্বাচনের সমস্ত কাজ এভাবেই করছেন যাতে একজনও ভোটারও ভোট দান থেকে বঞ্চিত না হন। এতদিন ধরে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে না পেরে মানুষ যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে তা শেষ করতে কমিশন দায়বদ্ধও বলে মত মুখ্য নির্বাচনী কমিশনারের ।
ভোট-তদন্ত