ঢাকা, 5 জানুয়ারি: ভারতে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল বাংলাদেশের 50 জন বিচারকের ৷ সেই প্রশিক্ষণ বাতিল করল অন্তর্বর্তী সরকার ৷ আইন মন্ত্রকের মুখপাত্র বলেন, "নোটিশ বাতিল করা হয়েছে ৷" কেন বাতিল হল, এ নিয়ে বিশদে তিনি কিছুই জানাননি ৷ প্রশিক্ষণের সিদ্ধান্ত কেন প্রত্যাহার করা হল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে ।
বাংলাদেশের সংবাদপত্র 'দ্য ডেইলি স্টার'-এ প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এই প্রশিক্ষণের নোটিশ বাতিল করা হয়েছে ৷ তবে এমন দাবি ঠিক কিনা তাও সরকারের তরফ থেকে জানানো হয়নি। একদিন আগে, বাংলাদেশ সরকারের সংবাদ সংস্থা জানিয়েছিল, নিম্ন আদালতের 50 জন বিচারক একদিনের প্রশিক্ষণ নেবেন ৷ 10 ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ হবে মধ্যপ্রদেশের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে ৷ পরে তা বাতিল হয়ে যায়।