হায়দরাবাদ: বিশ্ব ক্যানসার দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয় । প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় ৷ এই দিনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ক্যানসার প্রতিরোধ এবং ক্যানসার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ইন্টারন্যাশানাল ইউনিয়ন এগেনস্ট ক্যানসার (International Union Against Cancer)-কে সহায়তা করে থাকে ৷
আজকাল অনেকেই ক্যানসারের সমস্যায় ভুগছেন। এটি একটি মারাত্মক রোগ ৷ যে কেউ এর শিকার হতে পারেন। অনেক ধরনের ক্যানসার আছে। সেগুলি শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করে। এই মারাত্মক রোগ সারা বিশ্বে বহু মানুষের মৃত্যুর কারণ । এ কারণেই প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় মানুষকে সচেতন করতে । এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া, এর প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসায় উৎসাহিত করা।
এই নিয়ে ক্যানসার চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল খাঁন বলেন, "এখনকার দিনে ক্যানসার বেড়ে যাচ্ছে ৷ ঘরে ঘরে ক্যানসার দেখা যাচ্ছে ৷ ক্যানসার বিভিন্ন ধরনের হয়। শরীরের বিভিন্ন অংশে ক্যানসার দেখা যায় ৷ অনেক ক্যানসার আছে যেগুলি আমরা রুখতে পারি না ৷ কিন্তু কিছু ক্যানসার আছে টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হয় ৷ যেমন হেপাটাটিস বি ভ্যাকসিনেশনের মাধ্যমে লিভার ক্যানসার প্রতিরোধ করতে সম্ভব। সেটি রোখা সম্ভব হয় ৷"