পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

সচেতনা মন্ত্র, শুরুতেই চিকিৎসকা করালেই নিরাময় হয় ক্যানসার, বার্তা বিশেষজ্ঞের - World Cancer Day 2023

World Cancer Day 2024: বিশ্ব ক্যানসার দিবস পালন করা হয় প্রতি বছরের 4 ফেব্রুয়ারি । মারণ রোগ ক্যানসার সম্পর্কে বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল খাঁনের সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি অনামিকা ভট্টাচার্য্য ৷

World Cancer Day News
আজ বিশ্ব ক্যানসার দিবস

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 11:06 AM IST

Updated : Feb 5, 2024, 4:13 PM IST

উত্তর দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক

হায়দরাবাদ: বিশ্ব ক্যানসার দিবস আন্তর্জাতিকভাবে পালিত হয় । প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় ৷ এই দিনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ক্যানসার প্রতিরোধ এবং ক্যানসার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ইন্টারন্যাশানাল ইউনিয়ন এগেনস্ট ক্যানসার (International Union Against Cancer)-কে সহায়তা করে থাকে ৷

আজকাল অনেকেই ক্যানসারের সমস্যায় ভুগছেন। এটি একটি মারাত্মক রোগ ৷ যে কেউ এর শিকার হতে পারেন। অনেক ধরনের ক্যানসার আছে। সেগুলি শরীরের বিভিন্ন অংশকে প্রভাবিত করে। এই মারাত্মক রোগ সারা বিশ্বে বহু মানুষের মৃত্যুর কারণ । এ কারণেই প্রতি বছর 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয় মানুষকে সচেতন করতে । এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া, এর প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসায় উৎসাহিত করা।

এই নিয়ে ক্যানসার চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল খাঁন বলেন, "এখনকার দিনে ক্যানসার বেড়ে যাচ্ছে ৷ ঘরে ঘরে ক্যানসার দেখা যাচ্ছে ৷ ক্যানসার বিভিন্ন ধরনের হয়। শরীরের বিভিন্ন অংশে ক্যানসার দেখা যায় ৷ অনেক ক্যানসার আছে যেগুলি আমরা রুখতে পারি না ৷ কিন্তু কিছু ক্যানসার আছে টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হয় ৷ যেমন হেপাটাটিস বি ভ্যাকসিনেশনের মাধ্যমে লিভার ক্যানসার প্রতিরোধ করতে সম্ভব। সেটি রোখা সম্ভব হয় ৷"

"বিশেষ করে ভারতীয় নারীদের ক্ষেত্রে সার্ভিকাল ক্যানসার বেশি দেখা যায় ৷ এটি টিকাকরণের মাধ্যমে রোখা সম্ভব ৷ এই ক্যানসার অরিজিনেট করে একটি ভাইরাস থেকে নাম প্যাপিলোমা ভাইরাস ৷ পরে এটি মারাত্বক আকার ধারণ করে ৷ ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে ৷ বর্তমানে যা ট্রিটমেন্ট পদ্ধতি তাতে অনেক ঠিক হয়ে যান ৷ এই ক্যানসার টিকাকরণের মাধ্যমেও আমরা রুখতে পারি ৷"

তিনি আরও বলেন, ক্যানসারের জন্য খাদ্য বিশেষ গুরুত্বপূর্ণ ৷ ধূমপান ক্যানসারের জন্য অনেকাংশে দায়ী ৷ প্রশেস ফুড বিশেষ করে প্রশেস মিট খাওয়া উচিত নয় ৷ টাটকা ফল এবং শাকসবজি খাওয়া প্রয়োজন ৷ এছাড়াও ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া প্রয়োজন ৷ যারা 40 বছরের বেশি মহিলাদের বছরে ম্যামোগ্রাফি করা প্রয়োজন ৷ বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে তিনি বলেন, সচেতনার উদ্দেশ্যে এটি পালিত হয় তবে সারা বছর সচেতনতা অবলম্বন করা প্রয়োজন ৷

আরও পড়ুন:

  1. শীতের মরশুমে যত্নে থাকবেন কীভাবে, রইল টিপস
  2. রিউমাটয়েড আর্থ্রাইটিস মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে, দরকার সচেতনতা
  3. ঋতু পরিবর্তনে বাড়ছে ভাইরাল জ্বর, সুস্থ থাকার চাবিকাঠি দিলেন বিশেষজ্ঞ
Last Updated : Feb 5, 2024, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details