কলকাতা:শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য কিছু ভিটামিন ও খনিজের প্রয়োজন হয় । এই ভিটামিনগুলির অভাব হলেই নানাবিধ অসুখ বাসা বাঁধে । তেমনি শরীরের জন্য ভিটামিন বি 12 গুরুত্বপূর্ণ ৷ এই ভিটামিনের অভাবে শারীরিক, স্নায়বিক এবং মানসিক সমস্যা দেখা দিতে পারে ।
প্রাথমিকভাবে ঘাটতির কোনও ইঙ্গিত নাও থাকতে পারে । যদি উপসর্গগুলিকে সুরাহা না করা হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি আরও খারাপ হতে পারে । ভিটামিন B12 এর অভাবের লক্ষণগুলি ধীরে ধীরে প্রকাশ পেতে পারে ৷
কেয়ার হাসপাতালের পাওয়া তথ্য অনুসারে জানা যায়, অত্যন্ত ক্লান্ত বা দুর্বল বোধ করা, বমি বমি ভাব, বমি বা ডায়রিয়া, হাত ও পায়ে সম্ভাব্য অসাড়তা বা কাঁপুনি, বিষণ্ণ এবং উত্তেজিত বোধ, ওজন হ্রাস, দৃষ্টি সমস্যার, হলুদ ত্বক, অবাধে কথা বলতে বা চলাফেরা করতে অসুবিধা হওয়া, মনে রাখতে না-পারা ইত্যাদির সমস্যা হতে পারে ভিটামিন বি 12 এর অভাবে ৷
অল্প সময়ে রাগ, ভালোবাসার মতো বিভিন্ন আবেগ প্রকাশ করা এক ধরনের মানসিক রোগ ৷ বিশেষজ্ঞরা জানান, অপুষ্টির কারণে এই ধরনের উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি । তবে শরীরে মেজাজ খারাপ হওয়ার প্রধান কারণ হল ভিটামিন B12 এর অভাব ৷ ভিটামিন বি 12 লোহিত রক্তকণিকা গঠনে ও স্নায়ুর সঠিক ক্রিয়াকলাপে সাহায্য করে ।