পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

তাপপ্রবাহের পরিস্থিতিতে হার্টের যত্ন নিন, নচেৎ সমস্যা বাড়তে পারে হৃদরোগীদের - Heart Care Tips

Care of Heart in Heatwave: প্রথম থেকেই নিদারুণ উত্তাপ ছড়াচ্ছে সুয্যিমামা ৷ এই সময় আপনার হার্টের বিশেষ যত্ন নিন ৷ হৃদরোগীরা সাবধান ও সতর্ক থাকুন ৷ তাপপ্রবাহ আপনার হার্টের ক্ষতি করতে পারে ৷

Heart Care Tips, গরমে হার্টের যত্ন নিন
তাপপ্রবাহের পরিস্থিতিতে হার্টের যত্ন নিন

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 2:12 PM IST

হায়দরাবাদ: চৈত্রের শুরু থেকেই রাজ্যজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি ৷ সুতরাং, আগামীতে সূয্যিমামা যে আরও উত্তাপ ছড়াবেন তা নিয়ে সন্দেহ নেই ৷ আর তাই এখন থেকেই শরীরের যত্ন নিন ৷ বিশেষ করে হার্টের সমস্যা রয়েছে যাঁদের তাঁরাও সতর্কতা অবলম্বন করুন আজ থেকেই ৷

হৃদরোগের ঝুঁকির কতকগুলি কারণ রয়েছে ৷ যেমন - উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং অতিরিক্ত ওজন । তবে উচ্চ তাপমাত্রা বা তাপপ্রবাহেরও যথেষ্ট প্রভাব রয়েছে হৃদরোগের ক্ষেত্রে । একটি গবেষণার ফলাফলে দেখা গিয়েছে যে, এটি ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে ৷ ফলে প্রদাহ বৃদ্ধি পায় এবং কার্ডিওভাসকুলার সিস্টেমের স্বাস্থ্যের ক্ষতি হয় ।

গ্রীষ্মে অতিরিক্ত গরমের কারণে রোদে পোড়া, অনিদ্রা, চুলকানি, মাথাব্যথা, ত্বকে র‍্যাশের মতো সমস্যা দেখা দেয় । তবে এটাই একমাত্র সমস্যা নয় । আপনি যদি ইতিমধ্যে হৃদরোগে ভুগতে থাকেন তাহলে তাপপ্রবাহ আপনার জন্য আরও খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে । তাপ এবং হার্টের মধ্যে সম্পর্ক কী ?

এই বিষয়ে একটি গবেষণায় নেতৃত্বদানকারী ড. ড্যানিয়েল ডব্লিউ রিগস বলেন, উচ্চ তাপকে প্রায়ই হৃদরোগের ক্ষেত্রে উপেক্ষা করা হয় ৷ জেনে রাখুন এটিও হার্টের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে ৷ গ্রীষ্মে যারা সূর্যের সংস্পর্শে আসে তাদের রক্তে প্রদাহ সূচকের মাত্রা বাড়ছে । এটিও লক্ষণীয় যে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এমন বি কোষের সংখ্যা হ্রাস পায় । এটি একটি ইঙ্গিত যে, তাপপ্রবাহের ফলে হৃদরোগীদের ইমিউন সিস্টেমের ক্ষমতাও হ্রাস পাচ্ছে ৷

সংক্রমণ এবং বায়ুবাহিত রোগ বৃদ্ধিতে তাপমাত্রা এবং আর্দ্রতার প্রভাব রয়েছে ৷ এর মানে হল যে শুধুমাত্র উচ্চ তাপমাত্রার প্রভাবের কারণে সংক্রমণের সম্ভাবনাই নয় বরং প্রদাহজনক প্রক্রিয়া সম্পর্কিত হৃদরোগের মতো জটিলতার ঝুঁকিও বেড়ে যায় । তাই গ্রীষ্মের শুরু থেকেই সাবধান ও সচেতন থাকুন ৷ তাহলেই ঝুঁকি এড়ানো সম্ভব ৷

আরও পড়ুন :

  1. নিম্নস্তরের বায়ু দূষণে দীর্ঘ সময় থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক, দাবি গবেষণায়
  2. হাতের আংটি দেবে হৃদয়ের সুরক্ষা, নয়া দিশা দেখাচ্ছে এসএসকেএম
  3. ভারতে তাপপ্রবাহের আশঙ্কা: সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না, জেনে নিন

ABOUT THE AUTHOR

...view details