হায়দরাবাদ:বিশেষজ্ঞদের মতে, মাইগ্রেনের মাথাব্যথা কমাতে ঘি খুবই কার্যকরী ৷ এটি প্রচুর পুষ্টি, অ্যান্টি-অক্সিড্যান্ট, অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য, অ্যান্টি-ভাইরাল এজেন্ট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ৷ বিশেষজ্ঞদের মতে, দু'ফোঁটা ঘি নাকে দিলে আরাম পাওয়া যায় ৷ এছাড়াও ব্যথার জায়গায় দু'ফোঁটা ঘি মালিশ করলে আরাম পাওয়া যায় ৷
2019 সালে দ্য জার্নাল অফ হেডেক অ্যান্ড পেইন (The Journal of Headache and Pain)-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে জানা যায়, যারা 12 সপ্তাহ ধরে দিনে দু'বার এক টেবিল চামচ ঘি খেয়েছেন, তাঁদের মাইগ্রেনের ব্যথা হ্রাস পেয়েছে । হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের নিউরোলজির অধ্যাপক ডঃ অরুণ নারায়ণ এই গবেষণায় অংশ নিয়েছিলেন । তিনি বলেন, "ঘি ব্যবহারকারীদের মাইগ্রেনের ব্যথা 50 শতাংশ কমে গিয়েছে ।"
কর্পূর: কর্পূর মাইগ্রেন কমাতে খুবই উপকারী ৷ কর্পূর মাথাব্যথা উপশম করতে সাহায্য় করে ৷ যখনই মাইগ্রেনের ব্যথা হয়, তখনই কর্পূরকে ভালো করে গুঁড়ো করে ঘি দিয়ে এই পেস্টটি আপনার কপালে লাগাতে পারেন এবং মসৃণভাবে মালিশ করুন এতে ব্যথা কমে যাবে ৷