হায়দরাবাদ:আমাদের শরীরে নানা কারণে স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে ৷ অনেকেই মনে করেন, শুধুমাত্র যাঁরা সন্তানের মা হয়েছেন তাঁদেরই এই স্ট্রেচ মার্ক দেখা যায় ৷ তবে শুধুমাত্র এই কারণে নয়, অস্ত্রোপচার বা এমনিও কোনও সাধারণ কারনেও স্ট্রেচ মার্কের সমস্য়া দেখা দিতে পারে ৷ ওজন বাড়া থেকে শুরু করে কাজের চাপের কারণেও ত্বকে স্ট্রেচ মার্ক দেখা দিতে পারে ৷ ফলে পছন্দ পোশাক পড়তেও সমস্যা হয় ৷
এরফলে অনেকে বাজারে নানা ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করেন ৷ ফলে এগুলি থেকে সমস্যার সমাধান হলেও এতে উপস্থিত রাসায়নিক ত্বকের ক্ষতি করতে পারে ৷ তাই ঘরোয়া উপায়েই স্ট্রেচ মার্ক দূর করতে সাহায্য় করে ৷
আলু:বিশেষজ্ঞদের মতে, আলু স্ট্রেচ মার্ক কমাতে কার্যকর । এর জন্য প্রথমে একটি বড় আলু নিন এবং বড় টুকরো করে কেটে নিন । এর এক টুকরো নিয়ে স্ট্রেচমার্কে 10 মিনিট মাসাজ করুন । দশ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন । বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন এটি করলে আলুর রসে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের কোষের উৎপাদন বাড়াবে এবং স্ট্রেচ মার্ক কমাতে সাহায্য় করবে ।
ময়েশ্চারাইজার: বিশেষজ্ঞরা জানান, প্রতিদিন একটি ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের স্থিতিস্থাপকতা রক্ষিত হয়। এই ময়েশ্চারাইজার প্রয়োগ করলে আপনার ওজন বাড়লেও বা কমলেও দাগ আটকাতে পারে । বিশেষজ্ঞদের মতে, যে জায়গায় স্ট্রেচ মার্ক হয়েছে সেখানে নিয়মিত ময়েশ্চারাইজার লাগালে উপকার পাওয়া যায় ।