পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

চিকেন বা মাটন নয়, এই পদ্ধতিতে বানালে জিভে জল আনবে সয়া বিরিয়ানি; রইল রেসিপি - Soya Biriyani Recipe - SOYA BIRIYANI RECIPE

Soya Biriyani: বিরিয়ানি মানেই চিকেন কিংবা মাটন নয় ৷ জিভে জল আনতে পারে ভেজ বিরিয়ানিও ৷ এই উপায়ে সোয়াবিনের বিরিয়ানি তৈরি করলে তা স্বাদে হবে অনবদ্য ৷ রইল অর্পিতা দাসের রেসিপি ৷

Soya Biriyani
সয়া বিরিয়ানি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 18, 2024, 8:20 PM IST

হায়দরাবাদ: বিরিয়ানি মানেই চিকেন ৷ তবে চিকেন মাটন ছাড়াও সয়াবিনের বিরিয়ানি যেন এক অন্যরকম স্বাদের খোঁজ দেয় ৷ যারা নন ভেজ খান না, তাদের জন্য সয়া বিরিয়ানি অনবদ্য ৷ সহজে ঘরে কীভাবে বানাবেন ? জানালেন অর্পিতা দাস ৷

উপকরণ:

  • সয়াবিন- 1 কাপ
  • ভেজানো চাল- দেড় কাপ
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • চিনি- 1 চা চামচ
  • পেঁয়াজ- হাফ কাপ
  • আদা বাটা- 1 টেবিল চামচ
  • ঘরে তৈরি বিরিয়ানি মশলা- 1 টেবিল চামচ
  • শাহী গরম মশলা- 1 চা চামচ
  • কালো গোলমরিচ গুঁড়ো- 1 টেবিল চামচ
  • দই- এক তৃতীয়াংশ কাপ
  • তেজপাতা- 2টি
  • এলাচ- 3-4টি
  • দারুচিনি- 1 কাঠি
  • লবঙ্গ- 3-4টি
  • ভেজিটেবল অয়েল- 3 টেবিল চামচ
  • ঘি- 3 টেবিল চামচ
  • জাফরান- হাফ চা চামচ
  • দুধ- 3 চামচ
  • কেওড়া জল- 1 চামচ
  • হোমমেড বিরিয়ানি মশলা- শুকনো দারুচিনি
  • সবুজ এলাচ- 1 চা চামচ
  • লবঙ্গ- আধ চা চামচ
  • কালো এলাচ- 1 চামচ
  • ক্যারাওয়ে বীজ- 1 টেবিল চামচ
  • গোলমরিচ - হাফ চা চামচ
  • সাদা গোলমরিচ -1 চা চামচ
  • জায়ফল- 1টি
  • জয়িত্রি-1 চা চামচ গুঁড়ো করে পেস্ট করে নিন

প্রণালী:

প্রথমে সয়াবিন 30 মিনিট গরম জলে ভিজিয়ে তাতে টকদই, আদাবাটা, সামরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, চিনি, ঘি দিয়ে ম্যারিনেট করে রেখে দিন ৷ অন্যদিকে ভিজিয়ে রাখা চাল গরমজলে ফুটিয়ে তাতে সাদাতেল, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভাত বানিয়ে নিতে হবে ৷ এরপর পেঁয়াজ আলাদা করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে ৷

এরপর কড়াইয়ে সাজিরে, তেজপাতা, সামরিচ দিয়ে ম্যারিনেট করা আলু ও সয়াবিন ভালো করে কষিয়ে নিতে হবে ৷ এরপর রান্না হয়ে গেলে ভাত দিয়ে উপরে কেশর ভেজানো দুধ, কেওরা জল ও গোলাপজল দিয়ে 20 মিনিট ভাঁপে রেখে দিন ৷ তাহলেই তৈরি সয়া বিরিয়ানি ৷

ABOUT THE AUTHOR

...view details