পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

কঠোর হলেও বুদ্ধিমান, কেমন হন সেপ্টেম্বরের জাতকরা - Born In September People - BORN IN SEPTEMBER PEOPLE

Characteristics Of People Who Born in September: জন্মমাস আমাদের চরিত্র, ব্যক্তিত্বের উপর ভীষণভাবে প্রভাব ফেলে । সেপ্টেম্বর মাসে যাঁদের জন্ম, তাঁরা ঠিক কেমন ধরনের মানুষ হন ? জানালেন জ্যোতিষী রাহুল দে ৷

Characteristics Of People Who Born in September News
সেপ্টেম্বরে জন্ম হলে মানুষ হিসেবে কেমন (ইটিভি ভারত)

By ETV Bharat Features Team

Published : Aug 28, 2024, 4:56 PM IST

Updated : Aug 28, 2024, 5:02 PM IST

কলকাতা:আর তিনদিন পরেই সেপ্টেম্বর মাস । মাসের শুরুর আগে জেনে নেওয়া দরকার এই মাসে জন্ম নেওয়া জাতক-জাতিকারা কী প্রকৃতির মানুষ হয়ে থাকেন ৷ আবহাওয়ার দিক থেকে সেপ্টেম্বর বেশ মনোরম । গ্রীষ্মের দাবদাহ নেই ৷ এই সুন্দর সময়ে যাঁদের জন্ম, তাঁরা কেমন মানুষ হন ? জেনে নিন...

জ্যোতিষশাস্ত্রের হিসেবে জন্মমাস আমাদের চরিত্র, ব্যক্তিত্ব ও ভাগ্যের উপর ভীষণভাবে প্রভাব ফেলে । জ্যোতিষীর মতে, এই মাসে জন্মানো জাতক-জাতিকারা বাইরে থেকে কঠোর হলেও এরা মনের দিক থেকে নরম প্রকৃতির হন ৷ এরা সবসময় ইতিবাচক প্রকৃতির মানুষ হয়ে থাকেন ৷ এদের ভালো দিক হল, এরা সকলের থেকে ভালোটা শিখে নেন ৷

এই মাসে জন্মানো জাতক-জাতিকারা অন্যায়কে প্রশয় দেন না ৷ কোনও কিছু খারাপ হলে মুখের উপর বলে দেন ৷ এছাড়াও এরা সকলের পাশে দাঁড়াতে চান, বিপদে থাকা কোনও ব্যক্তির দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দেন ৷ শৌখিন জিনিসের প্রতি ভীষণ আগ্রহী হয়ে থাকেন ৷

এই মাসে যাঁদের জন্ম তাঁরা যে কাজটাই করেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে থাকেন ৷ নিজের প্রতি এরা আত্মবিশ্বাসী হয়ে থাকেন ৷ এরা সৃজনশীল ও কালচারাল হন ৷ এরা কাজের জায়গায় সাফল্য পান ৷ যার ফলে কাজের দিকে অনেকদূর এগিয়ে যান ৷ পড়াশোনার দিক থেকেও এরা ভালো হন ফলে এরা বেশিরভাগই উচ্চশিক্ষিত হয়ে থাকেন ৷ ভীষণ বড় মনের মানুষ হয়ে থাকেন এই মাসে জন্মানো জাতক-জাতিকারা ৷ এছাড়াও তাঁদের বিশেষত্ব হল, তাঁরা সাফল্যের নিরিখে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে থাকেন ।

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

Last Updated : Aug 28, 2024, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details