পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

মেজাজি হলেও মনের দিক থেকে নরম জুলাইয়ের জাতকরা - BORN IN JULY PEOPLE - BORN IN JULY PEOPLE

Characteristics Of People Who Born in July: জন্মমাস থেকে একজন মানুষ সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে । বিভিন্ন মাসের জাতকদের স্বভাব ও বৈশিষ্ট্য ভিন্ন হয়ে থাকে । জুলাই মাসে যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের বিশেষত্ব হল তাঁরা নিজের ক্ষেত্রে সাফল্যের উচ্চতায় পৌঁছন বলে জানান জ্যোতিষী রাহুল দে ৷

July Born News
জুলাই মাসের জন্ম (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 3:17 PM IST

কলকাতা: ভবিষ্যত সম্পর্কে জানার ইচ্ছা আমাদের কমবেশি সকলেরই থাকে, তা সে নিজের হোক কিংবা অন্যের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জন্মের তারিখ, জন্মের মাস অথবা শারীরিক গঠন ব্যক্তির চরিত্রের সঙ্গে জড়িত নানা দিক কিংবা ভবিষ্যত উন্মুক্ত করে। আজ জেনে নেব জুলাই মাসে জন্মগ্রহণকারীরা কেমন প্রকৃতির হয়ে থাকেন ৷ জানাচ্ছেন জ্যোতিষী রাহুল দে ৷

জুলাই মাসে যাঁদের জন্ম, তাঁরা কেমন প্রকৃতির:

মনের দিক থেকে এরা খুব ভালো হয় এবং পরিবারের খুব প্রিয় হন জুলাই মাসের জাতকরা ৷ এদের স্বভাব-প্রকৃতি কিছুটা রহস্যময় হয়ে থাকে ৷ এরা বেশ মেজাজিও হয়ে থাকেন ৷

এই মাসে জন্মগ্রহণকারী জাতকেরা সহজে রাগেন না ৷ তবে একবার রেগে গেলে এদের ঠেকানো মুশকিল হয়ে পড়ে ৷ বিশেষ কোনও কারণ ছাড়াই খুব খুশি হয়ে থাকেন জুলাইয়ের জাতকরা ।

জুলাই মাসে যারা জন্ম নেন, তাঁরা মনের দিক থেকে খুব ভালো । একইসঙ্গে খুব দয়ালু প্রকৃতির হন এরা । জুলাই মাসের জাতক-জাতিকারা মিশুকে স্বভাবেরও হয়ে থাকেন ।

জুলাই মাসে জন্ম নেওয়া জাতক-জাতিকারা এমনিতে অলস প্রকৃতিক হয়ে থাকেন ৷ এছাড়াও তাঁদের বিশেষত্ব হল, তাঁরা সাফল্যের নিরিখে অভীষ্ট উচ্চতায় পৌঁছে থাকেন । পাশাপাশি এরা আশাবাদী এবং মোটের উপর শান্ত স্বভাবের হয়ে থাকেন । প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব সাবধানে পা ফেলেন এরা। বাক্যখরচের ক্ষেত্রেও এরা মিতব্যয়ী হন, প্রয়োজন বুঝে কথা বলতে অভ্যস্ত এরা। যে কোনও পরিস্থিতিএরা বুদ্ধি করে সামলাতে পারেন । সৌখিন জিনিসের প্রতি ভীষণ আগ্রহী জুলাইয়ে জন্ম নেওয়া জাতকরা ৷ অফিস হোক কিংবা বাড়ি, এরা প্রচুর বিলাসিতা উপভোগ করে থাকেন ।

ABOUT THE AUTHOR

...view details