পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

নিত্যদিনের ব্যবহৃত কাচের বাসন চকচকে রাখুন এভাবে, রইল কিছু টিপস - Glass Utensils Clean - GLASS UTENSILS CLEAN

Glass Utensils Cleaning Hacks: নিত্যদিন ব্যবহারের কাঁচের বাসন দীর্ঘদিন ঝকঝকে রাখতে সঠিক যত্ন নেওয়া প্রয়োজন । জেনে নিন থালা-বাসন পরিষ্কারের কিছু ঘরোয়া টিপস ।

Glass Utensils Clean News
নিত্যদিনের ব্যবহৃত কাচের বাসন চকচকে রাখুন এভাবে

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 11:42 AM IST

হায়দরাবাদ:অনেকেই কাচের বাসন ব্যবহার করতে পছন্দ করেন ৷ ডাইনিংয়ে কাচের বাসন বেশ সুন্দর লাগে ৷ কাচের জিনিস দেখতে ভালো লাগলেও ব্যবহার করতে করতে দাগ পড়ে যায় ৷ যা অপরিষ্কার লাগে ৷ এটি ঠিকমতো পরিষ্কার করা প্রয়োজন ৷ তবে এর জন্য কিছু ঘরোয়া টোটকা ব্য়বহার করতে পারেন ৷ যা কাচের বাসনকে দেখাবে নতুনের মতো চকচকে ৷

হালকা গরম জল ব্যবহার করতে পারেন:কাচের বাসন পরিষ্কার করতে গরম জল ব্যবহার করতে পারেন ৷ তবে মনে রাখবেন জল যেন বেশি গরম না হয় ৷ নয়ত কাচের বাসন ভেঙে যেতে পারে ৷

বেকিং সোডা: কাচের বাসন পরিষ্কার করার সময় ডিসওয়াশের সঙ্গে বেকিং সোডা ব্যবহার করুন ৷ এতে বাসন চকচকে দেখায় ৷

চা পাতা:ব্যবহৃত চা পাতা ফেলে না দিয়ে তা লিকুইডের সঙ্গে মিশিয়ে ধুয়ে নিতে পারেন এতে বাসন চকচকে দেখাবে ৷

নুন:রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি কাচের বাসনপত্র পরিষ্কার করতেও বেশ কার্যকরী নুন । হালকা গরম জলের মধ্যে নুন মিশিয়ে তা কাচের বাসনের উপর ঢেলে দিন । কিছুক্ষণ রেখে দিয়ে তারপর জল থেকে সেগুলি তুলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন । দেখবেন আপনার বাসন সহজেই চকচকে দেখাবে ৷

বাসন পরিষ্কারের জন্য কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন (There are a few things to keep in mind for cleaning dishes):

বাসন মোছার জন্য স্পঞ্জ বা একই কাপড় ব্যবহার না করে পেপার টাওয়েল ব্যবহার করুন । এতে জীবাণু কম ছড়ায় । তেলমশলাযুক্ত খাবার রাখলে সাবান দিয়ে ধোওয়ার পর একবার ভিনিগার দিয়ে ধুয়ে রাখুন । বাসনে তেলচিট ভাব থাকলে তা কমে যাবে ৷

আরও পড়ুন:

  1. তাপপ্রবাহ পরিস্থিতিতে সুস্থ থাকতে কী করবেন, জানুন চিকিৎসকের মতামত
  2. গরমে রোজকার ব্যবহারের সুতির পোশাক কীভাবে যত্ন রাখবেন, মেনে চলতে পারেন এই টিপস
  3. এই গরমে নিজেকে হাইড্রেট রাখুন স্বাস্থ্যকর পানীয় দিয়ে, জানুন পুষ্টিবিদের মতামত

ABOUT THE AUTHOR

...view details