হায়দরাবাদ:বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ ৷ আমবাঙালির বারো মাসে তেরো পার্বণের শুরুটা হয় পয়লা বৈশাখ দিয়েই ৷ নতুন পোশাক আর খাওয়া-দাওয়া সাজগোজে চলে বছর শুরুর আড়ম্বর ৷ তবে প্রচণ্ড গরমে মেক-আপ অনেকের কাছে বিরক্তিকর হয়ে ওঠে ৷ তাই হালকা মেক-আপে কেমন হবে বাঙালির বৈশাখী লুক, বিস্তারিত জানালেন মেকআপ আর্টিস্ট (Makeup artist) অন্বেষা সরকার ৷
তিনি জানান, পয়লা বৈশাখে সবাই নতুন জামাকাপড় পরতে চায় এবং নতুনভাবে নিজেকে দেখতে চায় ৷ কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে সেই কথা ভেবে এমনভাবে মেকআপ করা দরকার যাতে মেক-আপ হালকা হওয়ার পাশাপাশি তা যেন অনেকক্ষণ স্থায়ী হয় ৷ তাই প্রথমেই যা করতে হবে তা হল স্কিনকে মেক-আপের উপযোগী করে নেওয়া ৷ অর্থাৎ, প্রাথমিকভাবে মুখ পরিষ্কার করতে ফেসওয়াশ, স্কিন টোনিং এগুলি করে নেওয়া প্রয়োজন ৷ বিশেষ করে গরমে সানস্ক্রিন ব্যবহার করুন ৷ শরীরের যে জায়গাগুলি এক্সপোজার থাকবে সেগুলিতে অবশ্য়ই সানস্ক্রিন লাগিয়ে নেওয়া প্রয়োজন ৷ তবে মেকআপটা গরমে সবসময় হালকা হওয়া প্রয়োজন ৷ গরমের মধ্যে যদি একটু হেভি লুক করা হয় বা হেভি বেস অ্য়াপ্লাই করে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে মেকআপ গলে যাওয়ার চান্স থাকে বা লং লাস্টিং হয় না ৷
এই গরমে কেমন হতে পারে পয়লা বৈশাখের সাজগোজ ? লাইট রাখার জন্য প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করে নেওয়া প্রয়োজন ৷ প্রাইমার অ্যাপ্লাই করার পর ফাউন্ডেশন লাগানো প্রয়োজন ৷ এই ফাউনডেশনের মধ্যে যদি লাইট ওয়েট ফাউনডেশন অ্যাপ্লাই করা যায় যেমন ওয়াটার রেসিস্ট্যান্স ফাউন্ডেশন ব্যবহার করা যায় সেক্ষেত্রে মেকআপ অনেকসময় লংলাস্টিং হয় ৷ ফাউনডেশন অ্যাপ্লাই করার পর কনসিলার ব্য়বহার করা যায় ৷ ফেসের যে জায়গাগুলি আনইভেন থাকে সেই জায়গাগুলিকে ইভেন করার জন্য এটি ব্যবহার করা হয় ৷ তারপর পুরো জিনিসকে পাউডার দিয়ে শেড করা প্রয়োজন ৷ কারণ প্রচণ্ড গরমে যদি পাউডার দিয়ে শেড না করা হয় মেকআপ গলে যাওয়ার চান্স থাকে ৷ পাউডার বেশ করার পর যদি সেটিংস স্প্রে ব্যবহার করা হয় তাহলে মেকআপ অনেকক্ষণ লংলাস্টিং করে ৷ ফলে পয়লা বৈশাখের একটা সুন্দর লুক তৈরি করা যাবে ৷
তিনি আই মেকআপের ক্ষেত্রে বলেন, একটা লাইট বেশের উপর আই মেক-আপ করা যায় ৷ হালকা আই মেকআপের জন্য কনসিলার ব্যবহার করে হালকা শেড করে নেওয়া যায় ৷ যেহেতু এটা বাঙালি লুক অনেকে কাজল পছন্দ করবেন ৷ সেজন্য কাজলটাকে যদি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে শেড করা হয় তাহলে সুন্দর আসবে ৷ হালকা লাইনার লাগিয়ে নেওয়া যায় ৷ আর দিনের বেলা কোনও লুকে হালকা লিপস্টিক পড়া এবং যদি রাতে লুক করা হয় তাহলে মেরুন বা হালকা লাল নেওয়া যেতে পারে ৷
আরও পড়ুন:
- নিত্যদিনের ব্যবহৃত কাচের বাসন চকচকে রাখুন এভাবে, রইল কিছু টিপস
- গরমে রোজকার ব্যবহারের সুতির পোশাক কীভাবে যত্ন রাখবেন, মেনে চলতে পারেন এই টিপস
- এই গরমে নিজেকে হাইড্রেট রাখুন স্বাস্থ্যকর পানীয় দিয়ে, জানুন পুষ্টিবিদের মতামত