হায়দরাবাদ: চলে এসেছে রঙের বহুল প্রত্যাশিত উৎসব হোলি ৷ বাজারচলতি রং বা আবির কেনার বদলে এখন বাড়িতেই বানাতে পারেন বিভিন্ন ধরনের রং ৷ যা সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি ৷ যত খুশি রং মাখলেও কোনও সমস্যা হবে না ৷ দেখে নিন কীভাবে বাড়িতে বানাবেন ভেষজ রং বা আবির ৷
হলুদ
1:2 অনুপাতে বেসন এবং হলুদ মিশিয়ে হলুদ রং বা আবির তৈরি করতে পারেন ৷ ভালোভাবে সংমিশ্রণের জন্য হাতের তালুর মধ্যে বেসন ও হলুদ নিয়ে ঘষতে থাকুন কিছুক্ষণ । সূক্ষ্ম টেক্সচারের জন্য মিশ্রণটি দুই থেকে তিনবার নাড়তে পারেন । ভেজা হলুদ রঙের জন্য জলে গাঁদাফুল সিদ্ধ করুন বা জলে জৈব হলুদ যোগ করুন ।
লাল
লাল রঙের জন্য হলুদের সঙ্গে লেবুর রস মেশান । একটি ভাল বায়ু চলাচল করে এমন ঘরে মিশ্রণটি শুকিয়ে নিন । বিকল্পভাবে, আপনি শুকনো লাল জবাফুলগুলিকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন ।
একইভাবে, আপনি বেদানার খোসা জলে সেদ্ধ করতে পারেন এবং একটি সমৃদ্ধ লাল রঙের জন্য এটি তরল অবস্থায় ব্যবহার করতে পারেন ।
গোলাপী
লাল রং তৈরির পদ্ধতিই অনুসরণ করুন গোলাপী রং তৈরিতে ৷ শুধু লেবুর রসটা কম ব্যবহার করুন ৷
ম্যাজেন্টা