পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

ঘরোয়া ভেষজ আবিরে খেলুন হোলি, তৈরির পদ্ধতি জানাচ্ছে ইটিভি ভারত - Home Made Colour - HOME MADE COLOUR

Holi 2024: হোলি খেলার জন্য আর বাইরে থেকে রাসায়নিক মেশানো রং বা আবির কেনার দরকার নেই ৷ এই উপাদানগুলি দিয়ে বাড়িতেই তৈরি করতে পারবেন ভেষজ আবির ৷ পছন্দ মতো রং কীভাবে তৈরি করবেন তা জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 2:00 PM IST

হায়দরাবাদ: চলে এসেছে রঙের বহুল প্রত্যাশিত উৎসব হোলি ৷ বাজারচলতি রং বা আবির কেনার বদলে এখন বাড়িতেই বানাতে পারেন বিভিন্ন ধরনের রং ৷ যা সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি ৷ যত খুশি রং মাখলেও কোনও সমস্যা হবে না ৷ দেখে নিন কীভাবে বাড়িতে বানাবেন ভেষজ রং বা আবির ৷

হলুদ

1:2 অনুপাতে বেসন এবং হলুদ মিশিয়ে হলুদ রং বা আবির তৈরি করতে পারেন ৷ ভালোভাবে সংমিশ্রণের জন্য হাতের তালুর মধ্যে বেসন ও হলুদ নিয়ে ঘষতে থাকুন কিছুক্ষণ । সূক্ষ্ম টেক্সচারের জন্য মিশ্রণটি দুই থেকে তিনবার নাড়তে পারেন । ভেজা হলুদ রঙের জন্য জলে গাঁদাফুল সিদ্ধ করুন বা জলে জৈব হলুদ যোগ করুন ।

লাল

লাল রঙের জন্য হলুদের সঙ্গে লেবুর রস মেশান । একটি ভাল বায়ু চলাচল করে এমন ঘরে মিশ্রণটি শুকিয়ে নিন । বিকল্পভাবে, আপনি শুকনো লাল জবাফুলগুলিকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন ।

একইভাবে, আপনি বেদানার খোসা জলে সেদ্ধ করতে পারেন এবং একটি সমৃদ্ধ লাল রঙের জন্য এটি তরল অবস্থায় ব্যবহার করতে পারেন ।

গোলাপী

লাল রং তৈরির পদ্ধতিই অনুসরণ করুন গোলাপী রং তৈরিতে ৷ শুধু লেবুর রসটা কম ব্যবহার করুন ৷

ম্যাজেন্টা

বিটরুটের টুকরো বা লাল পেঁয়াজ সেদ্ধ করে ছেঁকে নিন ৷ সেই জল ঠান্ডা করে ব্যবহার করতে পারেন । ম্যাজেন্টা রং এতেই আসবে ৷

বাদামী

বাদামী রং তৈরি করতে জলে কফি দিয়ে ফুটিয়ে নিন ভালো করে ৷ কফির গন্ধ কমাতে গোলাপ জল যোগ করুন ৷ তবে সম্ভাব্য দাগ সম্পর্কে সচেতন থাকুন । কারণ কফির দাগ বেশ জেদি ৷

বেগুনি

কালো গাজর পিষে তা ভালো করে ভুট্টার আটার সঙ্গে মেশান ৷ এরপর সুগন্ধের জন্য গোলাপ জল যোগ করুন । ভালো করে সব মিশিয়ে শুকনো করে নিলেই তৈরি বেগুনি রং ৷

ধূসর

ভুট্টার আটার সঙ্গে মিশ্রিত শুকনো ভারতীয় গুজবেরি পাউডার ব্যবহার করুন । যদিও ধূসর রং হোলিতে খুব একটা ব্যবহার করা হয় না এটা হালকা রং বলে ৷

সবুজ

শুকনো সবুজ রঙের জন্য চালের আটা বা ময়দার সঙ্গে মেহেন্দি গুঁড়ো মেশান বা জলে মেশান ৷ তবে মেহেন্দির সম্ভাব্য দাগ থেকে সাবধান । এর দাগ সহজে উঠতে চায় না ৷

আরও পড়ুন :

  1. নির্বাচনী আবহে দোল, শহরকে কড়া নিরাপত্তায় মুড়ছে লালবাজার
  2. রঙের উৎসবে তুঙ্গে প্রস্তুতি , আবির তৈরিতে ব্যস্ত কারিগররা
  3. অর্ধশতক পর হোলিতে বাড়ছে তাপামাত্রার পারদ, বলছে সমীক্ষা

ABOUT THE AUTHOR

...view details