হায়দরাবাদ: বাথরুম হোক বা রান্নাঘর-বেসিন একটা গুরুত্বপূর্ণ বিষয় ৷ বেসিন পাইপে জল জমে একটা নিত্যনতুন বিষয় ৷ তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই বেসিন পরিষ্কার করা প্রয়োজন ৷ বেসিন পরিষ্কার রাখা বিশেষভাবে প্রয়োজন ৷ সবসময় ব্যবহার করা বেসিন প্রতিনিয়ত নোংরা হতে থাকে ৷ এছাড়াও বেসিনের পাইপে ময়লা আটকে যায় ফলে বেসিনে জল জমেও নোংরা তাড়াতাড়ি হয় ৷ প্রত্যেক সপ্তাহে একবার বা দু'বার পরিষ্কার করা দরকার ৷ জেনে নিন, ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বেসিনকে পরিষ্কার রাখতে পারেন (Basin Clean) ৷
বেসিন পরিষ্কারে বেকিংসোডা ও নুন একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ এরজন্য আপনি বেকিংসোডা নুন একসঙ্গে মিশিয়ে বেসিনে ঢেলে রাখুন ৷ 30 মিনিট পর ভালো একটু ঘষে জল দিয়ে পরিষ্কার করে নিন ৷ এতে বেসিন চকচকে দেখাবে ৷ অ্যাপেল সিডার ভিনিগার হালকা গরম করে এরসঙ্গে জল মিশিয়ে নিন ৷ তারপর ওই জল বেসিনে ঢেলে দিন কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন ৷ পরে জল ঢেলে আরও একবার পরিষ্কার করে নিন ৷
কোল্ডড্রিঙ্কস দিয়েও ভালো বেসিন পরিষ্কার করা যায় ৷ এরজন্য কিছুটা কোল্ডড্রিঙ্কস বেসিনে ঢেলে দিন ৷ কিছুক্ষণ রেখে বেসিন ব্রাশ করে ঘষে দিন তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন ৷ এতে চকচকে দেখাবে ৷ রোজ রান্নার পর বাসন মাজার লিকুইড দিয়ে ধুয়ে দিন ৷ এতে রোজকার পরিষ্কার থাকবে ৷ সেরামিক বেসিনে কড়া বা ডিটারজেন্ট না ব্যবহার করাই ভালো ৷ এতে লিকুইড সাবান ব্৷বহার করতে পারেন ৷