হায়দারাবাদ: কোন নম্বর নিজের জন্য লাকি সেটা সবাই জানতে চায় ৷ কোন নম্বরে লুকিয়ে আছে নিজের জীবনের সাফল্যের চাবিকাঠি তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ যে কোনও জিনিস করার আগেই মানুষ শুভ বা লাকি নম্বরেই জানতে চান ৷ জ্যোতিষী জানাচ্ছেন, কোন নম্বরের জন্য কোন কাজ আটকে গিয়েছে, সেটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ ৷
জীবনের সাফল্য আনতে লাকি নম্বরটাও জেনে রাখা জরুরি ৷ জ্যোতিষী জানান, একটা নম্বরই বদলে দিতে পারে আপনার জীবনের আসন্ন সময় ৷ জেনে নিন জন্ম তারিখ অনুযায়ী আপনার জীবনের লাকি নম্বর কী হতে পারে ?
লাকি নম্বর 1: যাদের জন্ম মাসের তারিখ 1, 10, 19, 28 তাদের লাকি নম্বর 1 ৷ এই প্রতিটি সংখ্যা যোগ করলে হয় ফলাফল হয় 1 ৷ এছড়াও 10, 19, 28 এরও যোগফল শেষ হয় 1 দিয়ে ৷ এই 1 লাকি নম্বরের অধিপতি সূর্য ৷ তাই তারা সূর্যকে তুষ্ট করুন ও প্রতিদিন সূর্য প্রণাম করুন ৷ জীবনে পাবেন সাফল্যের চাবিকাঠি ৷ এই তারিখের জন্ম জাতক-জাতিকারা লাল বা অরেঞ্জ রঙের পোশাক পড়তে পারেন ৷ এটি তাদের জন্য শুভ ৷
লাকি নম্বর 2: যাদের জন্ম তারিখ 2, 11, 20, 29 তাদের লাকি নম্বর 2 ৷ এই 2 লাকি নম্বরের অধিপতি চন্দ্র ৷ তাই এই তারিখে জন্ম যাদের, তাদের চন্দ্রকে তুষ্ট রাখার উপায় করতে হবে ৷ এছাড়াও এদের শুভ রং সিলভার বা সাদা ৷ তাই এদের এই রঙের পোশাক ব্যবহার করা ভালো ৷
লাকি নম্বর 3:যাদের জন্ম তারিখ 3, 12, 21, 30 তাদের লাকি নম্বর 3 ৷ এই 3 লাকি নম্বরের অধিপতি বৃহস্পতি ৷ ফলে এই তারিখের জন্ম ব্যক্তিদের বৃহস্পতিকে তুষ্ট রাখা প্রয়োজন ৷ এই তারিখের জন্ম যাদের লাকি রং হলুদ ৷