কলকাতা: সপ্তাহের ষষ্ঠ দিন হল শনিবার । সপ্তাহ শেষের এই দিনটি সারা সপ্তাহের ক্লান্তি দূর করে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কাটানোর একটা দিন । হিন্দু ধর্ম অনুযায়ী, শনিবার হল শনিদেবতার দিন । এইদিন শুভভাবে সবকিছু করা প্রয়োজন ৷ জ্যোতিষশাস্ত্রেও এইদিনের মাহাত্ম্য রয়েছে ৷ জ্যোতিষী রাহুল দের মতে, এইদিন এমন কিছু করা উচিত, যাতে শনি তুষ্ট হন । কারণ হিন্দু পুরাণ অনুযায়ী শনির রোষ জীবনে আসতে পারে বড় বিপদ । কর্মফলের দেবতা শনিকে রুষ্ট করা উচিত নয় বলে জানান তিনি ৷
তিনি বলেন, শনি যেহেতু ন্যায়ের দেবতা, তাই কর্মক্ষেত্র বা বাড়ির আশেপাশে যাঁদের নিয়ে চলেন তাঁদের কোনওভাবেই ক্ষতি করা উচিত নয় ও এটাও দেখা প্রয়োজন যাতে তাঁরা আপনার কোনও কারণে দুঃখ না পান ৷ এতে শনিগ্রহের খারাপ প্রভাব পড়ে ৷ সবার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত ৷ এতে শনিদেবতা তুষ্ট থাকেন ৷ এইদিনে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষকে কিছু দান করা উচিত ৷ শনিগ্রহের ক্ষেত্রে এটিও বলা হয় আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন ৷"